[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

প্রথম প্রেম তোমায় আজও



প্রথম প্রেম তোমায় আজও

দিনের আলোয় স্বপ্ন দেখি
স্বপ্নিল চোখে অতীত খুড়ি,
অতীত খুড়তে খুড়তে হটাত
চোখ পড়ে ডায়রির পাতায়,
তাতে দেখি কবিতাদের অভিমান।


আরও কিছু পাতা উল্টে দেখি
এক গুচ্ছ শুকনো গোলাপের পাপড়ি
আর তার নিচে তোমার মুখচ্ছবি।


প্রথম প্রেম তোমায় আজও ভুলি
নি। তোমার হাতের কোমল স্পর্শ
আর নখের আঁচড় গুলি গা থেকে
মুছে গেলেও, মনের মাঝে আজও
দেখি তাদের নিত্য আনাগোনা। প্রথম

 
প্রেম বুঝি এমনি হয় যা সহজে যায়
না ভোলা। সুমাইতা, তোমার
মনেও কি জাগে এমন স্মৃতি কথা?

রাতের ট্রেন




রাতের ট্রেন
রাত এখন দশটা বেজে পয়তাল্লিশ
একটু পরেই আসবে রাতের ট্রেন,
এই ট্রেনের দিকে তাকিয়ে আছে
কিছু মানুষ নিষ্পলক দৃষ্টি দিয়ে।


এই যে দেখো তাকিয়ে চা দোকানের
করিম চাচার দিকে, তিনি সর্বদা
বসে থাকেন এই ট্রেনের প্রতীক্ষাতে
এই ট্রেন তাকে এনে দেয় রাতের অন্ন।



চেয়ে দেখো চা দোকানের সামনের টুলে
বসে ঝিমুতে থাকা কিশোরটিকে
সে বসে আছে দু আঙুলের শিল্পের
পসরা সাজিয়ে, আর কখন ট্রেন আসবে
সেই আশাতে।এই শিল্প হয়তো তাকে
ব্যবস্হা করে দিবে রাতের খাবারের।



চা দোকানের একটু দুরে দেখ চেয়ে,
কিছু শ্রীহীনা তরুনী সেজেছে
অদ্ভুত সাজে নিজেকে বেঁচবে বলে।


হয়তো তারা নিজেকে বিক্রি করে
রোজগার করে ফেলবে দু মুঠো আহারের।



এরা সবাই শকুনের দৃষ্টি নিয়ে
তাকিয়ে আছে ট্রেনের অপেক্ষাতে,
হয়ত এই ট্রেন তাদের জন্যে নিয়ে
আসবে এক মুঠো শুকনো খাবারের।



বর্ণহীন কষ্ট



বর্ণহীন কষ্ট
কিছু সময় থাকে হতাশার
কিছু কথা থাকে যা
কাওকে যায় না বলা,
কিছু ব্যথা থাকে যা
যায় না শেয়ার করা।

কিছু স্মৃতি আছে যা
সর্বদাই ধূসর,
কিছু কষ্ট আছে
যার কোন বর্ণ নাই।
 
তেমন কিছু বর্ণহীন কষ্ট
নিয়ে আমার বেড়ে উঠা,
আজ স্বপ্ন হীন এ দু’চোখে
আমার অনিঃশেষ ঘুম।


কত রঙিন স্বপ্ন আমার
ভেঙ্গে গেছে দুঃস্বপ্নের কায়াতে,
রঙিন ভালবাসা আমার
নিঃস্ব হয়ে ফিরে এসেছে
তোমার দুয়ার থেকে।
  কত রাত আমি কেঁদেছি
একাকীত্ব কে সাথী করে,
কত ব্যথা আমি পুষেছি
এ মনে তোমার কথা ভেবে।

রঙিন ভালবাসা আমার
ভেঙেছে তোমার দেয়া ছলনাতে।


এমন বর্ণহীন কষ্ট নিয়ে
কেটেই যাচ্ছে আমার জীবন,
জানি না নিজের সুখে
আঘাত দিয়ে আমায়,
কতটা সুখে আছো তুমি
কোথায় কেমন?


সোমবার, ৬ আগস্ট, ২০১২

বৃষ্টি ঝরা মগ্নতায়




বৃষ্টি ঝরা মগ্নতায়

বৃষ্টি ঝরা মগ্নতায়
বৃষ্টি ঝরা মগ্নতায়,

একদিন ফিরে আসবেই শ্রাবণ;
গ্রীষ্মের তাপদাহে পুষ্পিত অঙ্গ!

‍চৌচির হউক মাটির বুক
বিদীর্ণ বুক চিরে,


তীযর্ক ‍ফেনিল চাপা কষ্ট
সোঁদামাটির গন্ধমাখা শোনিত বাসনা
বাতাসে আসবে ভেসে জুড়াবে শরীর।


নষ্ট বুকের কষ্টের খরা
ভিজে একাকার বৃষ্টি ফোটায়,

কুড়িয়ে বিন্দু বিন্দু
স্বচ্ছ ঝরনা জল, সেই জলে
নিত্য স্নান বিরহী ডাহুকীর।

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে

 

 

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে



ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে
মেঘ উড়ে যায় ঐ সুদূরে, র্সূয উঠে হেসে।


মায়ের সাথে হাসের ছানা, ডুব দেয় দল বেঁধে
পুকুর জলে বৃষ্টির ফোটা, খেলছে গায়ে মেখে।


ঘোলা জলে পান কৌড়ি, মাছের নেশায় ডুবে
মাছ রাঙা ঝাঁপ দিয়ে, পুঁটি মাছ ধরে।


ডান পিঠে এক দল, গরম জলে ভিজে
ঝমঝমানো বৃষ্টির ফোটা, যেন স্বপ্ন বয়ে আনে।

রবিবার, ৫ আগস্ট, ২০১২

হে...বন্ধু্ দিবস...



শুভ হোক বন্ধুত্ব দিবস
বন্ধু মনে না কোন বয়স ,
বন্ধু থাকে সব সময়ের সাথী
মুখে ফুটবে তাদের হাসি ।

বন্ধু হবে বৃক্ষের মত
ইচ্ছে থাকলে উপায় তত,
বন্ধু মানিস এটি কত
বন্ধুত্বে থাকবে সরল বিশ্বাস
কাজের প্রতি সবার আশ্বাস।


বন্ধু হবে আকাশের তারা
যদি হই বন্ধু আমরা ,

” হ্যাপী ফ্রেন্ডশীপ ডে ”
তাইতো বন্ধু চাই হে……