বর্ণহীন কষ্ট
কিছু সময় থাকে হতাশার
কিছু কথা থাকে যা
কাওকে যায় না বলা,
কিছু ব্যথা থাকে যা
যায় না শেয়ার করা।
কিছু কথা থাকে যা
কাওকে যায় না বলা,
কিছু ব্যথা থাকে যা
যায় না শেয়ার করা।
কিছু স্মৃতি আছে যা
সর্বদাই ধূসর,
কিছু কষ্ট আছে
যার কোন বর্ণ নাই।
নিয়ে আমার বেড়ে উঠা,
আজ স্বপ্ন হীন এ দু’চোখে
আমার অনিঃশেষ ঘুম।
কত রঙিন স্বপ্ন আমার
ভেঙ্গে গেছে দুঃস্বপ্নের কায়াতে,
রঙিন ভালবাসা আমার
নিঃস্ব হয়ে ফিরে এসেছে
তোমার দুয়ার থেকে।
কত রাত আমি কেঁদেছি
একাকীত্ব কে সাথী করে,
কত ব্যথা আমি পুষেছি
এ মনে তোমার কথা ভেবে।
রঙিন ভালবাসা আমার
ভেঙেছে তোমার দেয়া ছলনাতে।
এমন বর্ণহীন কষ্ট নিয়ে
কেটেই যাচ্ছে আমার জীবন,
জানি না নিজের সুখে
আঘাত দিয়ে আমায়,
কতটা সুখে আছো তুমি
কোথায় কেমন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন