[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

রাতের ট্রেন




রাতের ট্রেন
রাত এখন দশটা বেজে পয়তাল্লিশ
একটু পরেই আসবে রাতের ট্রেন,
এই ট্রেনের দিকে তাকিয়ে আছে
কিছু মানুষ নিষ্পলক দৃষ্টি দিয়ে।


এই যে দেখো তাকিয়ে চা দোকানের
করিম চাচার দিকে, তিনি সর্বদা
বসে থাকেন এই ট্রেনের প্রতীক্ষাতে
এই ট্রেন তাকে এনে দেয় রাতের অন্ন।



চেয়ে দেখো চা দোকানের সামনের টুলে
বসে ঝিমুতে থাকা কিশোরটিকে
সে বসে আছে দু আঙুলের শিল্পের
পসরা সাজিয়ে, আর কখন ট্রেন আসবে
সেই আশাতে।এই শিল্প হয়তো তাকে
ব্যবস্হা করে দিবে রাতের খাবারের।



চা দোকানের একটু দুরে দেখ চেয়ে,
কিছু শ্রীহীনা তরুনী সেজেছে
অদ্ভুত সাজে নিজেকে বেঁচবে বলে।


হয়তো তারা নিজেকে বিক্রি করে
রোজগার করে ফেলবে দু মুঠো আহারের।



এরা সবাই শকুনের দৃষ্টি নিয়ে
তাকিয়ে আছে ট্রেনের অপেক্ষাতে,
হয়ত এই ট্রেন তাদের জন্যে নিয়ে
আসবে এক মুঠো শুকনো খাবারের।



কোন মন্তব্য নেই: