বন্ধু হও যদি ...
যদি বন্ধু হও যদি বাড়াও হাত
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে ,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।
জেনো থামবে ঝড় মুছে যাবে এই রাত
হাসি মুখ তুলে অভিমান ভুলে ,
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।
সবার রঙে মিশলে রঙ
সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বুঝো তোমার আমার নেই তফাত কোনও ।
সুরে মিললে সুর,
হবে পুরোনো যত দ্বিধা দ্বন্দ দূর
যদি ভাগ করে নাও দুঃখ সুখ
বুঝো তোমার আমার নেই তফাত কোনও ।
কেন বন্ধ ঘরে একই অন্ধকার
সব জানালা খুলো আলো আসতে দাও,
খোলা হাওয়া আসুক, শত ফুল ফুটুক
ছুটুক পাল তুলে স্বপ্নরা ।
ফুরিয়ে যাবে সব যখন
শেষ হবে এই জীবন,
কেন নিজের টুকু নিয়ে ভুলছে মন
যদি সবার ছাদ হয় এক আকাশ
সব দেওয়ালগুলো ভেঙে যায় হঠাৎ,
হাসি মুখ তুলে অভিমান ভুলে
রাঙা সূর্য বলবেই সুপ্রভাত ।