ঘুমন্ত নারী
ঘুম ঘুম ঘুম চোখে
ঘুম ভাঙ্গা শহরে
বুক ফাটে চোখ উঠে
বিছিন্ন আঁধারে।
আবছা আলো ঝাপসা চোখে
নতুন কোন সুখ
রাস্তার মাঝে পড়ে থাকি
আহত আমার মুখ।
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
অপবিএ শরীর
কোথায় গেলে পাবো তারে
হয়েছে সর্বনাশ।
কত কথা মধুরতা
শহরে শত চিহৃ
আঁকা বাঁকা পথে
খুজে নিয়ে ছিলাম সরলতা।
কোমল মনের ব্যাকুলতায়
পড়েছি বসন্তে
দেহ মন শিহরণ
আবারো প্রতিটি ক্ষণ।
প্রয়োজন শেষে পরিত্যক্ত আমি
এই ভালোবাসার শহরে।
ঘুম ভাঙ্গা শহরে
বুক ফাটে চোখ উঠে
বিছিন্ন আঁধারে।
আবছা আলো ঝাপসা চোখে
নতুন কোন সুখ
রাস্তার মাঝে পড়ে থাকি
আহত আমার মুখ।
বৃষ্টি এসে ভিজিয়ে দিলো
অপবিএ শরীর
কোথায় গেলে পাবো তারে
হয়েছে সর্বনাশ।
কত কথা মধুরতা
শহরে শত চিহৃ
আঁকা বাঁকা পথে
খুজে নিয়ে ছিলাম সরলতা।
কোমল মনের ব্যাকুলতায়
পড়েছি বসন্তে
দেহ মন শিহরণ
আবারো প্রতিটি ক্ষণ।
প্রয়োজন শেষে পরিত্যক্ত আমি
এই ভালোবাসার শহরে।