প্রতিদিন উড়ে যাই তোমার নিকট
একটি পিপাসার্ত কাচপোকার মত
ভয়ে অথবা নিশঙ্ক চিত্তে
একাগ্র ছুটে চলা আগুনের লকলকে শিখাটির দিকে;
মাটি কিংবা হাওয়ার ক্যানভাসে
নিশ্বাসের মিহি ছাপ রেখে একদিন
পৌঁছে যাবো ঠিক তোমার নিকট।
দীর্ঘ অদর্শনের যাতনা ভুলে
তুমি হয়তো চমকে উঠতে
প্রথম দিনের মত;
অবাকের ভঙ্গীতে আমি তোমার মুখোমুখি
দেয়ালের আরশী হয়ে
চোখে চোখ রেখে দাঁড়াতাম!
হয়তো অনুরাগী অভিযোগে বলতে আগের মত
‘এত দেরি করলে কেন? আমার বুঝি খারাপ লাগে না?’
অথবা ‘কত ঝামেলা, কাজের পাহাড় ঠেলে আর আসা হয় না!’
বলে তোমার কষ্টে প্রলেপ ছোঁওয়াতাম;
গভীর দৃষ্টিতে আমার চোখে চোখ রেখে বলতে,
‘অনেক শুকিয়ে গেছ!’
এমনি আরো কত কিছু ভাবি দিনরাত
কিন্তু শেঁকড়-বাকড় মেলা পুরোনো বৃক্ষের মত
যেন অনড়তায় নির্বাক কঠিন সময়;
তবু আমি প্রতিদিন উড়ে যাই তোমার নিকট
বিস্তৃত-ডানা মুক্তবিহঙ্গ যেন হাওয়ায়
স্বপ্নে অথবা মননের বায়ুযানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন