[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১২

তুমি ছিলে



তুমি ছিলে
তুমি ছিলে-
নিরন্তর সমুদ্রের উত্তাল তরঙ্গে,
তুমি ছিলে-
মেঘহীন আকাশে পূর্নিমার চাঁদে।
তুমি ছিলে-
সন্ধ্যাকাশে প্রজ্বলিত তারার মেলায়,
তুমি ছিলে-
নীল আকাশের মেঘের ভেলায়।
তুমি ছিলে-
আবহমান বাংলার সোনালী ফসলে,
তুমি ছিলে-
শ্রাবনের বর্ষিত সুনির্মল জলে।
তুমি ছিলে-
চন্দ্রিমার ব্যস্তময় জনবিরল উদ্দানে,
তুমি ছিলে-
সাজানো বাগানের প্রস্ফুটিত গোলাপে।
তুমি ছিলে-
রমনার ছায়া ঘেরা নিস্তব্ধ বটমূলে,
তুমি ছিলে-
বসন্তী কোকিলের সুকন্ঠী সুরে।
তুমি ছিলে-
বৈশাখের প্রচন্ড ঝড়ো হাওয়ায়,
তুমি ছিলে-
বিষন্ন বিকেলের অপরূপ শোভায়।
তুমি ছিলে-
ভালবাসার প্রত্যাশিত ছোট্ট কুটিরে,
তুমি ছিলে-
আমার হৃদয়ের সমস্ত অস্তিত্ব জুড়ে।
–০–

কোন মন্তব্য নেই: