[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১২

মা’গো ও’মা!কি রাখিবো চরণে তোমার?



মা’গো ও’মা!কি রাখিবো চরণে তোমার?


মা’গো ও’মা!
কি রাখিবো চরণে তোমার?

যে চাঁদের ‍কপালে এঁকেছিলে’মা,
তোমার মুখের আদর মাখা,
জ্বল জ্বলে তারার মত সোহাগি চুমা।
তোমার সেই কোলের শিশু এখন,
হাটি হাটি পায়ে, তোমারই আঁকা পথে,
পথ চলতে শিখেছে’মা।

বড় হয়েছে এখন তোমার সন্তানেরা’মা,
পুষ্ট শরীর, ব্যাঘ্র গর্জনে, দর্পভরে,
 তোমার প্রজন্ম দেখ উঠছে বেড়ে।

তোমার স্বপ্নের মত উচ্চভিলাষি’ মা,
তমসা আঁধার করছে পার,
বিশ্ব জয়ের প্রলুব্ধ বাসনায়।

“আমার সন্তানেরা থাকে যেন দুধে ভাতে”
বলতে তুমি’মা,
তাইতো আজ, দিনবদলের সমুখ পথে,
জয়ের ভেরি বাজে, তোমার গানে গানে।
মা’গো ও’মা!
কি রাখিবো চরণে তোমার?

কোন মন্তব্য নেই: