[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

আশাবাদী হতে ভালোবাসি


আশাবাদী হতে ভালোবাসি

 A H RIDWAN


আমি চলছি অনাগত সময়ের প্রহেলিকায়
জীবনকে করে দিতে কাংখিত সুন্দর
আমার দু:খবোধ বর্তমানকে নিরুত্তাপ করলেও
উষ্ণতা খুজি আগামীর প্রত্যাশায়,
যদিও দীর্ঘ মহাসড়কের মতো বিস্তীর্ণ রাত্রি আমার
গিলে খেতে চায় গতির প্রাবল্য,
তথাপি শক্ত হ্যামার হাতে
আঘাত হানি দেয়ালে দেয়ালে
অনুসন্ধানি চাতক চোখে খুজে বেড়াই আলোর সন্ধিক্ষণ,
হয়তো আমার জন্য অপেক্ষায় আছে
বর্ষার এক পশলা বৃষ্টি কিংবা নক্ষত্রের আর্শিবাদ
তাই আশাবাদী হতে ভালোবাসি,
সূর্যাস্ত আমাকে সূর্যোদয়ের আশ্বাস দেয়।

তুমি আমার কে?



তুমি আমার কে?


তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি রোদ্দুরময় দিন
জোসনা মাখানো রাত
গোধুলীলগ্ন সন্ধ্যা
তুমি আমার পড়ন্ত বিকেলের প্রাণময় শীতলতা।
তুমি আমার হৃদয়ে রক্তস্রোত
তুমি চোখের জ্যোতি
তুমি আমার স্বপ্ন
তুমি আমার প্রতিটি দিনের বেচে থাকা মূহুর্ত;
কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি আমার তারায় বিছানো আকাশ
তুমি আমার শিহরন জাগানো দক্ষণা হাওয়া,
তুমি আমার কন্ঠ নি:সৃত প্রতিটি শব্দ
আমার কবিতা
তুমি সবুজের মাঠ
সোনালী ফসল
তুমি এক দু:খী রাখালের
বাশীর করুন সুর।
তুমি ঘাস
তুমি পাখী
তুমি ফুল
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি নদী
তুমি ঢেউ
তুমি দুর দিগন্তের জেগে উঠা আশা
তুমি সাগর
তুমি গভীরতা
তুমি মুক্তোয় ভরা ঝিনুক,
তুমি আনন্দ
তুমি হাসি
তুমি কান্না
বুকের খুব গভীরে বেড়ে উঠা
এক বিষন্ন গোলাপ।
তুমি পাহাড়
তুমি ঝর্ণা
তুমি শরতের কাশফুল
তুমি আমার পায়ে হাটা পথ;
তুমি রক্ত
তুমি মিছিল
তুমি শ্লোগান শোষিতের
তুমি অঝরে ঝরো শ্রাবনের মাটিতে।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি জীবনকে বয়ে চলা জীবন
তুমি আমার সুখ
তুমি দু:খ
তুমি কষ্ট
তুমি সময়
তুমি তিল তিল বেচে থাকা
তুমি জীবন।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি যুদ্ধ
তুমি বিপ্লব
তুমি প্রতিবাদ
তুমি মুষ্ঠিবদ্ধ হাতের অমিয় সাহস।
কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি মনের ভেতরে এক মন
দেহের ভেতরে এক দেহ
তুমি ফুসফুস নির্গত প্রতিটি নি:শ্বাস
তুমি প্রতিটি কোষের অফুরন্ত বিভাজন।
তুমি আমার রঙ
তুমি আমার তুলি
আমার সাদা আকাশের ক্যানভাস।
তুমি ঝড়
তুমি ধ্বংস
তুমি সৃষ্টি
তুমি বেসুরো গান।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি দিগন্ত
তুমি আকাশ
তুমি রঙধনু
তুমি শিশিরে ভেজা ঘাস;
তুমি ভোর
তুমি গ্রীস্ম
তুমি দাবাদহ
তুমি কুয়াশা মাখানো রাত
তুমি উর্বরতা
তুমি সূর্যোদয়
তুমি বুকের ভেতরের উচ্ছ্বাস,
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?

সাধ

 

সাধ


সাধ জাগে মোর পাখির মত
উড়তে ডানা মেলে,
নীড়ে ফেরা সন্ধ্যা বেলা
রাঙা মেঘের কোলে।

সাধ জাগে মোর হাঁসের মত
দিঘীর জলে ভাসতে,
রাতের বেলায় আকাশটাতে
চাঁদের মত হাসতে।

সাধ জাগে মোর ফুলের মত
আঁধার রাতে ফুটতে,
পবণ বেগে ঘোড়ায় চেপে
দেশ বিদেশে ছুটতে।

সাধ জাগে মোর ফড়িং হয়ে
শস্যে ক্ষেতে চলতে,
শিশির হয়ে ঘাসের ডগায়
হীরের মত জ্বলতে।

সাধ জাগে মোর ভ্রমর বেশে
ঘুরতে ফুলের বনে,
কেমন করে ঘটবে এসব
ভাবছি সেটাও মনে।

আশাহত হৃদয়


আশাহত হৃদয়

জ্বলে ভেজা গোলাপ ...


আশাহত হৃদয়
যত সাধ আশা হয় নিরাশা
বারেবারে ভাঙ্গে মন,
হৃদয়ের মাঝে অনুক্ষণ বাজে
বেদনারই গুঞ্জন।

দল বেঁধে ফোটে মনঃগঙ্গায়
দুঃখেরই শতদল,
দিবানিশি সেথা হতাশার কীট
করে শুধু কোলাহল।

রয়ে যেতে চাই মন


রয়ে যেতে চাই মন

 

AL-MADINAH / KSA


যেদিন আমি থাকবো না আর
এই ধরণীর বুকে,
হয়তো সেদিন আমার কথা
রাখবে না কেউ মুখে।

যেদিন আমার জীবন প্রদ্বীপ
নিভিয়া হবে শেষ,
সকলে মোরে করিবে বিদায়
পরায়ে লাশের বেশ।

হয়তো আমি এ ভূবন ছেড়ে
চিরতরে যাব চলে,
নানা সাজে তবু রইবো আবার
বাংলা মায়ের কোলে।

মিশে রবো আমি শরত কালের
শিউলি ফুলের মাঝে,
খুঁজে পাবে মোরে গোধূলী ক্ষণে
রাঙা মেঘের ভাঁজে।

বসন্ত কালে নাম না জানা
সহস্র দ্বিজের ডাকে,
পুষ্পের কাননে ভৃঙ্গের সাজে
খুঁজে পাবে আমাকে।

ধেনুর দলে সাঝের ঘোরে যবে
রাখাল ফেরে ঘরে,
শতদল হয়ে ভাসিব তখন
কাজলা দিঘীর পরে।

যত লিখে যায় তবু শেষ নাই
নতুন ভাষা না জানি,
কি করে বুঝায় স্বদেশ তোমায়
ভালবাসি কতখানি।

স্বদেশ তুমি মায়ের চেয়েও
অধিক আপন জন,
মরণের পরও তাইতো তোমাতে
রয়ে যেতে চাই মন।

বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১২

তোমাকে না পেয়ে


তোমাকে না পেয়ে
ভুল পথে হেঁটেছি তাই পাইনি তোমার নাগাল,
তা ব’লে হয়নি মিছে সেই পথ হাঁটা;
দীর্ঘ এ বিরহ কাল, কম পাওয়া নয়!
পথের ভুলে এ বিরহ, অপূর্ব আস্বাদ!

মাঝ গগনে ঐ রবির কঠোর হাসি
এরই মাঝে দেখি নিশার আঁধার,
সঠিক পথে হেঁটে তোমার দেখা পেলে
হয়তো পেতাম তোমায় আপন করে!
যা পেয়েছি, তা হতো না পাওয়া!!