[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

সাধ

 

সাধ


সাধ জাগে মোর পাখির মত
উড়তে ডানা মেলে,
নীড়ে ফেরা সন্ধ্যা বেলা
রাঙা মেঘের কোলে।

সাধ জাগে মোর হাঁসের মত
দিঘীর জলে ভাসতে,
রাতের বেলায় আকাশটাতে
চাঁদের মত হাসতে।

সাধ জাগে মোর ফুলের মত
আঁধার রাতে ফুটতে,
পবণ বেগে ঘোড়ায় চেপে
দেশ বিদেশে ছুটতে।

সাধ জাগে মোর ফড়িং হয়ে
শস্যে ক্ষেতে চলতে,
শিশির হয়ে ঘাসের ডগায়
হীরের মত জ্বলতে।

সাধ জাগে মোর ভ্রমর বেশে
ঘুরতে ফুলের বনে,
কেমন করে ঘটবে এসব
ভাবছি সেটাও মনে।

কোন মন্তব্য নেই: