তোমাকে না পেয়ে
ভুল পথে হেঁটেছি তাই পাইনি তোমার নাগাল,
তা ব’লে হয়নি মিছে সেই পথ হাঁটা;
দীর্ঘ এ বিরহ কাল, কম পাওয়া নয়!
পথের ভুলে এ বিরহ, অপূর্ব আস্বাদ!
মাঝ গগনে ঐ রবির কঠোর হাসি
এরই মাঝে দেখি নিশার আঁধার,
সঠিক পথে হেঁটে তোমার দেখা পেলে
হয়তো পেতাম তোমায় আপন করে!
যা পেয়েছি, তা হতো না পাওয়া!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন