আশাবাদী হতে ভালোবাসি
A H RIDWAN |
আমি চলছি অনাগত সময়ের প্রহেলিকায়
জীবনকে করে দিতে কাংখিত সুন্দর
আমার দু:খবোধ বর্তমানকে নিরুত্তাপ করলেও
উষ্ণতা খুজি আগামীর প্রত্যাশায়,
যদিও দীর্ঘ মহাসড়কের মতো বিস্তীর্ণ রাত্রি আমার
গিলে খেতে চায় গতির প্রাবল্য,
তথাপি শক্ত হ্যামার হাতে
আঘাত হানি দেয়ালে দেয়ালে
অনুসন্ধানি চাতক চোখে খুজে বেড়াই আলোর সন্ধিক্ষণ,
হয়তো আমার জন্য অপেক্ষায় আছে
বর্ষার এক পশলা বৃষ্টি কিংবা নক্ষত্রের আর্শিবাদ
তাই আশাবাদী হতে ভালোবাসি,
সূর্যাস্ত আমাকে সূর্যোদয়ের আশ্বাস দেয়।
জীবনকে করে দিতে কাংখিত সুন্দর
আমার দু:খবোধ বর্তমানকে নিরুত্তাপ করলেও
উষ্ণতা খুজি আগামীর প্রত্যাশায়,
যদিও দীর্ঘ মহাসড়কের মতো বিস্তীর্ণ রাত্রি আমার
গিলে খেতে চায় গতির প্রাবল্য,
তথাপি শক্ত হ্যামার হাতে
আঘাত হানি দেয়ালে দেয়ালে
অনুসন্ধানি চাতক চোখে খুজে বেড়াই আলোর সন্ধিক্ষণ,
হয়তো আমার জন্য অপেক্ষায় আছে
বর্ষার এক পশলা বৃষ্টি কিংবা নক্ষত্রের আর্শিবাদ
তাই আশাবাদী হতে ভালোবাসি,
সূর্যাস্ত আমাকে সূর্যোদয়ের আশ্বাস দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন