রয়ে যেতে চাই মন
AL-MADINAH / KSA |
যেদিন আমি থাকবো না আর
এই ধরণীর বুকে,
হয়তো সেদিন আমার কথা
রাখবে না কেউ মুখে।
যেদিন আমার জীবন প্রদ্বীপ
নিভিয়া হবে শেষ,
সকলে মোরে করিবে বিদায়
পরায়ে লাশের বেশ।
হয়তো আমি এ ভূবন ছেড়ে
চিরতরে যাব চলে,
নানা সাজে তবু রইবো আবার
বাংলা মায়ের কোলে।
মিশে রবো আমি শরত কালের
শিউলি ফুলের মাঝে,
খুঁজে পাবে মোরে গোধূলী ক্ষণে
রাঙা মেঘের ভাঁজে।
বসন্ত কালে নাম না জানা
সহস্র দ্বিজের ডাকে,
পুষ্পের কাননে ভৃঙ্গের সাজে
খুঁজে পাবে আমাকে।
ধেনুর দলে সাঝের ঘোরে যবে
রাখাল ফেরে ঘরে,
শতদল হয়ে ভাসিব তখন
কাজলা দিঘীর পরে।
যত লিখে যায় তবু শেষ নাই
নতুন ভাষা না জানি,
কি করে বুঝায় স্বদেশ তোমায়
ভালবাসি কতখানি।
স্বদেশ তুমি মায়ের চেয়েও
অধিক আপন জন,
মরণের পরও তাইতো তোমাতে
রয়ে যেতে চাই মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন