তোমার চোখের নীলিমায়
তোমার ঐ চোখে
এত মায়া, এত লাবণ্য
নির্ঘুম দেবতারাও ধ্যানচ্যুত হবে
ভিখিরিরা হয়ে যাবে অন্ধ,
তোমার ঐ মায়াবী চোখে
ওভাবে তাকাও যদি
আমার ভেতরে শুরু হয়
গলে যাওয়া মোমের মত
অস্থি ও মজ্জার বিগলন,
তোমার ঐ চোখের রংধনু বাঁকের
প্রসন্ন কাজল
শীতার্ত গ্রীবাজসম, আমার
রোমকুপের গভীরে শিহরন জাগায়,
আর তুমি তোমার হরিণ চোখের মায়ায়
আমাকে ক্রমাগত হরণ কর
যেমন সূর্যকে সন্তর্পনে করে
হিমালয়ের জমে যাওয়া হিম,
তোমার ঐ চোখের কাব্য
সৈনিককে করে দেবে শিরস্ত্রানহীন
রাজদন্ড ধেয়ে আসবে
ধুমায়িত মেঘ হবে জলপ্রসূ,
আমার উঠোনে তখন শুধু
অন্তহীন জলের প্রপাত ।।
তোমার ঐ চোখে
এত মায়া, এত লাবণ্য
নির্ঘুম দেবতারাও ধ্যানচ্যুত হবে
ভিখিরিরা হয়ে যাবে অন্ধ,
তোমার ঐ মায়াবী চোখে
ওভাবে তাকাও যদি
আমার ভেতরে শুরু হয়
গলে যাওয়া মোমের মত
অস্থি ও মজ্জার বিগলন,
তোমার ঐ চোখের রংধনু বাঁকের
প্রসন্ন কাজল
শীতার্ত গ্রীবাজসম, আমার
রোমকুপের গভীরে শিহরন জাগায়,
আর তুমি তোমার হরিণ চোখের মায়ায়
আমাকে ক্রমাগত হরণ কর
যেমন সূর্যকে সন্তর্পনে করে
হিমালয়ের জমে যাওয়া হিম,
তোমার ঐ চোখের কাব্য
সৈনিককে করে দেবে শিরস্ত্রানহীন
রাজদন্ড ধেয়ে আসবে
ধুমায়িত মেঘ হবে জলপ্রসূ,
আমার উঠোনে তখন শুধু
অন্তহীন জলের প্রপাত ।।