নির্ঘুম নীরব হেমন্তের রাত
শুভ: ঘুমিয়েছিলো বিশ্ব চরাচর
সাথে তুমি ও তোমার শহর
আমার দু’চোখ জেগেছিলো নির্ঘুম
রাত্রির প্রতিটি প্রহর…
সুর: তুমি ছিলে নির্ঘুম
আমিও জেগেছি নীরবে
কথা বলেছি হৃদয়ে হৃদয়ে
মূক হয়ে যাওয়া ভালোবাসার উৎসবে!
অনুভবের দরোজায় করেছি করাঘাত
তুমি শোন নি কি?
সঙ্গী ছিলো হেমন্তের রাত !
শুনেছি অব্যক্ত সুখের যন্ত্রণার ধ্বনি
তবুও কেটেছে রাত স্বপ্নের জাল বুনি
এই ভালোবাসা বেদনার চিরন্তন সাথী
জানি আমি,জানো তুমি,
তবুও জ্বেলেছি প্রেমের বাতি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন