আমি নই সেই মেয়ে
যে পরাজয় নেবে মেনে,
আমি নই সেই মেয়ে
যে পিছু হটে যাবে|
আমি সেই মেয়ে-
যে উদ্যমতার সাথে যায় এগিয়ে
সকল বাঁধা-বিপত্তি পেরিয়ে,
যে অকুতোভয়.সংশয়হীনা-
স্পষ্টবাদীতাই যার মূখ্য বিষয়,
এত সহজে মানবে সে হার
তা কেমন করে হয়?
যার নেই কোনই ভিত্তি
তা নিয়ে কেন এত অস্বস্তি?
বরং ধিক তো জানাব তাদের
নর্দমার কীট হতেও যারা নিকৃষ্ট অতি,
মনুষ্যত্ব হারিয়ে হয়েছে যারা তুচ্ছ|
বৃথা আমি কেন রবো পড়ে করব হাহাকার
আমি তো জানি আমি নিজের দিক হতে স্বচ্ছ|
তাই পরোয়া করিনা কিছুই
গোল্লায় যাক সব,
যার নেই কেউই
তার আছে রব !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন