[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২১ নভেম্বর, ২০১২

শেষ বিকেলে সন্ধ্যার হাওয়া


শেষ বিকেলে সন্ধ্যার হাওয়া


শেষ বিকেলের আলো-ছায়া
কি এক মায়ার আবেশে
লেগেছিল পথে পান্তরে
যেন শেষ বিকেলের গোধূলীর রঙ
ঝরে-ঝরে পড়ছিল তোর মসৃন ত্বকে
তোর ঠোঁটের আলতো স্পর্শে
নীল মায়াবী দিগন্ত শিহরনে মেতেছিল।

জোয়ারে জোয়ারে ভরে উঠেছিল নদীর কিনার
তোর নগ্ন নাভির মগ্নতায়
কবিতা এসে লুটোপুটি খেয়েছিল অনন্তকাল
কবিতা এসে বলেছিলঃ কবিতা মানেই উষ্ণ চুম্বন
প্রেমিকার ঠোঁটে বুকে সারা শরীর সমর্পন সবখানে

তারপর কি এক মায়ার প্রসন্নতায়
ইলশে গুড়ি বৃষ্টি ঝরেছিল
শেষ বিকেলের দরোজা খুলে
তুই দাঁড়ালি আস্তে করে
মিহি কন্ঠে বলেছিলিঃ দাঁড় বাইবা মাঝি?
নদীতে আজ উথাল পাথাল হাওয়ার উম্মাদনা
মাঝি তুই গাইতে পারিস গান টান-টান ঐ নদীর মত সুর?
মাঝি রে তুই একলা যেতে রাজি!
পূর্ণিমা জল ভাসবো তুমি-আমি.... বিকেলের আলো-ছায়া
কি এক মায়ার আবেশে
লেগেছিল পথে পান্তরে
যেন শেষ বিকেলের গোধূলীর রঙ
ঝরে-ঝরে পড়ছিল তোর মসৃন ত্বকে
তোর ঠোঁটের আলতো স্পর্শে
নীল মায়াবী দিগন্ত শিহরনে মেতেছিল।

জোয়ারে জোয়ারে ভরে উঠেছিল নদীর কিনার
তোর নগ্ন নাভির মগ্নতায়
কবিতা এসে লুটোপুটি খেয়েছিল অনন্তকাল
কবিতা এসে বলেছিলঃ কবিতা মানেই উষ্ণ চুম্বন
প্রেমিকার ঠোঁটে বুকে সারা শরীর সমর্পন সবখানে

তারপর কি এক মায়ার প্রসন্নতায়
ইলশে গুড়ি বৃষ্টি ঝরেছিল
শেষ বিকেলের দরোজা খুলে
তুই দাঁড়ালি আস্তে করে
মিহি কন্ঠে বলেছিলিঃ দাঁড় বাইবা মাঝি?
নদীতে আজ উথাল পাথাল হাওয়ার উম্মাদনা
মাঝি তুই গাইতে পারিস গান টান-টান ঐ নদীর মত সুর?
মাঝি রে তুই একলা যেতে রাজি!
পূর্ণিমা জল ভাসবো তুমি-আমি....

কোন মন্তব্য নেই: