এক মুঠো ঈদ শুভেচ্ছা
অগাষ্ট ২১, ২০১২ |
*********************
স্বপ্ন বুনি আমরা সবাই
স্বপ্ন সত্য ওদের;
ক্ষুধার দৈত্য জ্বালিয়ে দেয়
নিত্য স্বপ্ন তাদের।
আছে যাদের নানান খাবার
দামি পোশাক গয়না;
জোটে না যাদের এক মুঠো খাবার
তাদের খবর নেয় না।
নিত্যদিনের জঠর জ্বালা
জীর্ণ বস্ত্রে ধুলো;
পারি না কী সবাই মিলে
জ্বালাতে ওদের চুলো!
রঙ্গিন স্বপ্ন রঙ্গিন আশা
জ্বালিয়ে দিচ্ছে ক্ষুধা;
আভিজাত্যের মোড়কে কেন
ওদের থেকে জুদা!
একটু যদি চেষ্টা করি
মানবতার চাদরে;
ঢাকতে পারি দুঃখ ওদের
ঈদ-খুশির আদরে!
চলো না এবার ঈদটা করি
গরিব-দুখীদের নিয়ে;
বলি ওদের-”ভালো থেকো”
হাতে খাবার দিয়ে।
বলবো ওদের-”ঈদ মোবারক”
ঈদের জামা দিয়ে;
ঢাকবো ওদের জীর্ণ দেহ
বুকে টেনে নিয়ে।
যেখানেই থাকো সুখে থেকো
এই শুভেচ্ছা তোমাদের তরে;
ভালোবাসার বাহনে ঈদের আনন্দ
বয়ে আনুক এক মুঠো সুখ সবার নীড়ে।
————-
আগস্ট-২০, ২০১২
মদিনা, সৌদি আরব