কাগজের ফুল (ঈদের কবিতা)
ঈদ এলো ঈদ এলো সুখের ছোঁয়া নিয়ে;
ঈদের ছোঁয়া লাগলো গিয়ে পথ শিশুটির গায়ে।
অভাবের তোড়ে মলিন কাপড়ে তার মুখেও হাসি;
জীবন যুদ্ধে যাচ্ছে সময়, সাথি শূণ্যরাশি।
নতুন কাপড়ে ফুল শিশুরা, প্রাণবন্ত চারি ধারি;
সুখ নামক অচেনা পাখি ছেড়ে গেলো শুধু তারি!
জানা নেই তার ঈদের দিনে এতটুকু খাবার কী জুটবে?
তবু সেদিন তার ছোট্ট বুকে একটি কাগজের ফুল ফুটবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন