আমি বেশ ভলো আছি
আমি বেশ ভালো আছি
নেই আমার সৌন্দর্য্য
নেই কোন ঐশ্বর্য্য
নেই দামী পোশাক
নেই বাড়ি-গাড়ি;
কিছুই নেই আমার
যা দেখেছি তাহার।
সন্তুষ্ট আমি তাতেই,
যা আছে আমার।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
সে আমায় দিয়েছে গাল
জীবন নিয়ে খেলেছে চাল
মেরেছে কত পিঠে
মেরেছে যে শত ঠোটে
দিয়েছে কত যাতনা
যদিও আমার প্রাপ্য ছিল না!
তবুও ক্ষমা করেছি তারে
ভুলে গেছি আজ সে সব।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
সদা রোধ করি আমার ক্রোধ
জাগেনা মনে অহং বোধ
সদা সত্য বলি আমি
সৎ পথে চলি সদা;
সদা সজাগ আমার চেতনা
দূরে ঠেলে দেই অযাচিত ভাবনা
সদা সুস্থ রাখি এ দেহ
প্রফুল্ল রাখি মন।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে
মানুষের দুঃখে কাদে এ হৃদয়
অসহায়ের প্রতি সদা সদয়;
যথাসাধ্য করি মানুষের সেবা
তাই আমি বেশ ভালো আছি।
নেই আমার সৌন্দর্য্য
নেই কোন ঐশ্বর্য্য
নেই দামী পোশাক
নেই বাড়ি-গাড়ি;
কিছুই নেই আমার
যা দেখেছি তাহার।
সন্তুষ্ট আমি তাতেই,
যা আছে আমার।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
সে আমায় দিয়েছে গাল
জীবন নিয়ে খেলেছে চাল
মেরেছে কত পিঠে
মেরেছে যে শত ঠোটে
দিয়েছে কত যাতনা
যদিও আমার প্রাপ্য ছিল না!
তবুও ক্ষমা করেছি তারে
ভুলে গেছি আজ সে সব।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
সদা রোধ করি আমার ক্রোধ
জাগেনা মনে অহং বোধ
সদা সত্য বলি আমি
সৎ পথে চলি সদা;
সদা সজাগ আমার চেতনা
দূরে ঠেলে দেই অযাচিত ভাবনা
সদা সুস্থ রাখি এ দেহ
প্রফুল্ল রাখি মন।
তাই আমি বেশ ভালো আছি।
আমি বেশ ভালো আছি
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে
মানুষের দুঃখে কাদে এ হৃদয়
অসহায়ের প্রতি সদা সদয়;
যথাসাধ্য করি মানুষের সেবা
তাই আমি বেশ ভালো আছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন