পুষ্পহীন বসন্ত
আমি বদ্ধ ঘরের কোনে
আপন মনে
বুনে চলি স্বপ্নের জাল
এরই মাঝে বাতাস
বয়ে আনে সুভাস
বয়ে আনে সুমধুর সুর।
আমি ভাবি বসে
উড়ে চলি আকাশে
তবে কি ফুল ফুটেছে আজ!
এসেছে কি ঋতু রাজ?
ফুটেছে ফুল, মোর কাননে!
আমি প্রফুল্ল বদনে
দ্বারখানি পেরিয়ে
ছুটে চলি উঠনে;
বুঝিবা আজ সেথা
বসেছে অলির মেলা
মুখরিত, বিহঙ্গ কুজনে!
হঠাৎ ঝড়ো হাওয়ায়
এ স্বপ্নের জাল ছিড়ে যায়
কেঁদে উঠে মন বিস্বাদে
ছেয়ে যায় নীলিমায়;
আজও ফুল ফোটেনি
এ মুরু বালুকা বেলায়!
আমি ছল ছল চোখে
চেয়ে দেখি দূর পানে
পাপড়ি মেলে, হেসে-খেলে
ফুটেছে ফুল দলে দলে
ফুটেছে ফুল আজ
অন্যের কাননে!
সুমধুর সুর সেথা
কোকিলের কুহুতানে।
আমি আশায় বুক বেধে
ফিরি ঘরের কোনে
আবারও বুনে চলি
মোর স্বপ্নের জাল।
আসবে আবারও ফাগুন
ফুটবে ফুল নিশ্চয়ই হেথায়
শুনবে তোমরা ভ্রমরের গুঞ্জন
মুখরিত হবে এ কানন।
…………………………………
১লা ফাল্গুন, ১৪১৭
আপন মনে
বুনে চলি স্বপ্নের জাল
এরই মাঝে বাতাস
বয়ে আনে সুভাস
বয়ে আনে সুমধুর সুর।
আমি ভাবি বসে
উড়ে চলি আকাশে
তবে কি ফুল ফুটেছে আজ!
এসেছে কি ঋতু রাজ?
ফুটেছে ফুল, মোর কাননে!
আমি প্রফুল্ল বদনে
দ্বারখানি পেরিয়ে
ছুটে চলি উঠনে;
বুঝিবা আজ সেথা
বসেছে অলির মেলা
মুখরিত, বিহঙ্গ কুজনে!
হঠাৎ ঝড়ো হাওয়ায়
এ স্বপ্নের জাল ছিড়ে যায়
কেঁদে উঠে মন বিস্বাদে
ছেয়ে যায় নীলিমায়;
আজও ফুল ফোটেনি
এ মুরু বালুকা বেলায়!
আমি ছল ছল চোখে
চেয়ে দেখি দূর পানে
পাপড়ি মেলে, হেসে-খেলে
ফুটেছে ফুল দলে দলে
ফুটেছে ফুল আজ
অন্যের কাননে!
সুমধুর সুর সেথা
কোকিলের কুহুতানে।
আমি আশায় বুক বেধে
ফিরি ঘরের কোনে
আবারও বুনে চলি
মোর স্বপ্নের জাল।
আসবে আবারও ফাগুন
ফুটবে ফুল নিশ্চয়ই হেথায়
শুনবে তোমরা ভ্রমরের গুঞ্জন
মুখরিত হবে এ কানন।
…………………………………
১লা ফাল্গুন, ১৪১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন