[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

মাঝ রাতে আকাশে চাঁদ

মাঝ রাতে আকাশে চাঁদ


মাঝ রাতে আকাশে চাঁদ

উঠেনি বুজতে পারলাম হয়তো আজ তুমি

চাদ দেখনি,আকাশের নিল যদি

আধারে বিলায় বুজে নেব

তুমি তারে মনে রাখনি,

কি করে মনে রাখবে

তুমি যে বদলে গেছ

আগের অনেক কিছু বুলে গেছ,

তুমি কি পারবে একবার শুধু

একবার বদলে দিতে আমির এই পৃথিবী

সৃতিতে ফিরে না আসো,পারবেনা

কারণ তুমি যে পাথর তোমার মনটা ও যে পাথর,

কি করে বুজবে কোনটা

ভালোবাসা কোনটা আদর ...

তোমাকেই ভালোবাসি

তোমাকেই ভালোবাসি


আজ কেন জানি তোমার কথা
খুব বেসি মনে পরছে,
তুমি কি আগের মত আছ নাকি
বদলে গেছ, তুমি কি এখনো
আমায় ভালোবাসো নাকি
ভুলে গেছ,তোমার দূটি চোখে
এখনকি অশ্রু ঝরে আমার পথ
চেয়ে,নাকি নতুন কোনো স্বপ্ন
দেখো আমার স্বপ্নটাকে
ছুড়ে ফেলেদিয়ে,
সনো হরিদাসী আমার স্বপ্নটাকে
বাস্তবের মত দেখো আমি
শুধু তোমাকেই ভালোবাসি

স্বপ্ন বিলাস

স্বপ্ন বিলাস


Add caption
অজস্র কান্নার শব্দে
নুয়ে পড়েছে সভ্যতার ভীত
ব্যাকুল আজ মানুষগুলো
হারিয়ে তার অতীত।
নিখোঁজ তাদের ঐতিয্য
স্বপ্নে বিভোর থেকে
পরকে আপন করতে গিয়ে
হারালো নিজেকে।
কিসের নেশায় মাতলো তারা
করলো কি বিষ পান
অঙ্গ তাদের যাচ্ছে পুড়ে
হচ্ছে অপমান।
তবু তাদের নেশার ঘোর
কাটছেনাতো বেশি
নিজকে তারা ভূলে গিয়ে
হতে চায় বিদেশী।

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

প্রতিক্ষার জন্য
এক নিষ্ঠুর শরৎ এর বিকেলে
প্রতীক্ষাকে সাজিয়ে গুছিয়ে তোমার জন্য বসে আছি
আসবে বলে অনেক আদোরে শিউলি ফুটিয়েছি, দোলনাটাকে
দিয়েছিলাম বিশ্রাম, রংধনু কে আকাশে আটকে রেখেছি
এক বিকালে যুগল হয়ে দেখবো বলে।
কত ভ্রমর আসে গুন গুন করে
চর দখলের জন্য ঘোরে চারপাশে কিন্তু
যার জন্য চর হয়ে নদীর পাশে পরে আছি
তার দেখাই নেই।
বারন্ত সময় ঘুটঘুটে কালো হয় কৃষ্ণপক্ষ রাতে।
প্রতিক্ষার অবসান হলেও থেকে যায়
আরো এক প্রতিক্ষা নিজেকে নিয়ে ভাবনার জন্য
ভালোই হলো আসছে হেমন্তে এই প্রাপ্তির পান্ডুলিপি নিয়ে
তোমার দুয়ারে হাজির হবো।
ভুল ভূগোলের স্মৃতি নিয়ে,
দেখবো শরৎ থেকে হেমন্ত তে
প্রতিক্ষাতে কি সুখ আছে।

valobashaste vhoy naay

ভালোবাসতে ভয় নেই
Add caption
আমার এখন ভালোবাসি বলতে ভয় হয়
ভালোবাসতে ভয় হয় না;
জীবনের যে ধাপ গুলো শুকিয়ে যায়
সেই আরশীতে মুখ দেখতে ভয় পাই
তবুও তো সাধ জাগে নিজেকে নিংড়ে
কিংবা আগুনে পুড়ে দেখে নিতে
সত্যি ভালোবাসি কিনা।
তারপর প্রকাশ,
কারন প্রকাশে যদি জমে যায় অচেনা গন্ধ
তবে মর্জদা হীন হয়ে ভালোবাসা
তাসের আসরে জোকার হবে।
তার থেকে সেই ভালো
বুকে জমিলো ধোঁয়া
বুকেরও আগুনে ।
ডুবে যাওয়া চেতনা গুলোর
জেগে ওঠা চরে বালুর আস্তরন
সেখানে জমে না পরাজয়ের জল,
শুধু ভালোবাসার শিকড় বসিয়ে
তুমি দখল করে নিলে যে ভূমি
তার উপরে আগাছা হয়েই থেকে যাই,
সর্বদা এক ভয় নিয়ে
কখন কে এসে মাড়িয়ে দিয়ে যায়।
রসে বশে সম্পৃক্ত সংসারে
এখনো আমি ভালোবাসি বলতে ভয় পাই
কিশোর পাগল হয়ে ভালোবাসতে ভয় পাই না ।

শিশির ভেজা বসন্ত

শিশির ভেজা বসন্ত
Photobucket
[ছবিঃ আপেল ফুল। সাধারণের চেয়ে একটু বেশী শীত না পরলে যে ফুল ফোটে না। এই ছবিটি নেয়ার জন্য আমাকে লন্ডনে তিন দিন অপেক্ষা করতে হয়েছিল]
তোমাকে জানতে চেয়েছি
পৌষের হিমেল বাতাসে
চৈতী খর দহনে
বৈশাখী ঝড় জলে
আর শরতের সুনীল আকাশে।
Photobucket
ছবিঃ আপেল ফুলের কলি।
তোমাকে দেখতে চেয়েছি
জ্যোৎস্না রাতে ধবল চাঁদের পাশে
কাজল মেঘের গহনে
অবাক বিস্ময় বিহ্বলে
পাপড়ি ছড়ানো পথের দেশে।

Photobucket
ছবিঃ কাচা আপেল গাছে ঝুলছে।
স্বপনের সুদূরে সোনালী নদী
ওপাড়ে বয়ে চলে ঝিলিমিলি শান্তি
মরু প্রান্তরে, কাটে অমানিশা!
পথ ভোলা পথিকের পথের দিশা
প্রতীক্ষার জ্বলন্ত অগ্নিগিরি নিয়ে বুকে
বসে আছি, দেখব শিশির স্নাত তোমাকে।