অষ্টাদশী কিশোরী মোর কেড়েছিল মন,
কথা দিয়েছিল সে হবে যুগ জনমের আপন।
এসেছিল সে শীতের কুয়াশায় নূপুর নিক্কন পায়,
হারিয়ে ছিলো হিয়া মোর সুরের মুর্ছনায়।
নোঙ্গর ফেলেছিলাম তার হৃদয়ের নদীতে,
প্রহর গুনেছি তার প্রেমের খেয়াঘাটে।
কুয়াশা শেষে আসিলো বর্ষা বর্ষণ,
অশ্রু হলো মোর দু’চোখের আপন।
ডুবিল তরী মোর অষ্টাদশীর দুরন্ত প্রেমে,
চলে গেল সে পরদেশীর পানসিতে চড়ে।
পাদটীকাঃ
একদা 18+ বছরের এক কিশোরী
মোর প্রেমে দিওয়ানা হয়েছিল ।
এটা কি তার প্রেম না ক্ষনিকের আবেগ?
বুঝিবার চেষ্টা করেছিলাম,
তাই প্রেম বিশেষজ্ঞ বন্ধুর
প্রেম ভালোবাসায় পরামর্শ চাইলাম।
বন্ধু বরেষু মোরে শুধাইল
18+ বয়সের কিশোরী প্রেমে পড়ে বেশী,
ক্ষণে ক্ষণে তারা প্রেমের খোলস পাল্টায়,
এতএব তার প্রেমে মজিয়া হইয়োনা এত হাসিখুশি!
বন্ধু বরেষুর কথা
দিলো মোরে কিঞ্চিৎ ব্যথা।
তবুও ছাড়িলাম না হাল,
প্রেমের তরীতে দিলাম পাল।
অবশেষে যা হবার তাই হলো
18+ এর দূরন্ত প্রেম সাগরে
মোর টাইটানিক প্রেম ডুবিল।
আমার প্রেম তার ইতিহাস হইল,
কুইন মেরী-2 তে চড়িয়া
কিশোরী পরদেশীর প্রেমে মজিলো।
বন্ধু বরেষুর মুখে মুচকি হাসি,
আর করিবে অষ্টাদশীতে ভালোবাসাবাসি?
হে বন্ধু বরেষু মোর
কি করে করিব আর ভালোবাসাবাসি,
আজও যে সেই অষ্টাদশীকে ভালোবাসি।
বোকারাম বন্ধু মান কি তা এখন তুমি?
আঠারো বছরের যুবতীর
ঠিক থাকে না মতি গতির
সে যে প্রেমে চঞ্চল অতি!!!
মেনে নিলাম বন্ধুর কথা,
অষ্টাদশীর স্মরনে এই কবিতা।
হয়তো সে ভুলে গেছে সবি,
তার প্রেম বিরহে হয়েছি আমি কবি!!