বহুদিন গায়ে মাখিনা
ফেব্রুয়ারি ০৭, ২০১২
বহুদিন গায়ে মাখিনা
বদ্ধ পুকুর জলের শ্যাওলা,
ডুবসাঁতারে খুঁজা হয় না আর
মাছের ডেরায় পোনা
চুপি সারে ঢিল ছুঁরা হয় না আর
কঞ্চির আগায় বসা ঐ মাছরাঙার গায়।
গাছের মগডালে ঘুঘুর ছানার ঠোঁট দেখা যায়,
সেই দুরন্তপোনা আর
গাছের গা বেয়ে উঠা হয়ে উঠে না
বাঁশের ঝাঁড়ের বসে দোল খায়
এক ঝাঁক বাঁশপাতি,
ঢিল ছুঁড়ে দল ভাঙা হয় না আর;
মানজা সুতোয় ঘুড়ি উড়ানো হয়ে উঠে আর
সাঁঝ পেরিয়ে গামাখা আঁধারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন