২১শে ফেব্রুয়ারী~~~~~
মোরা নগ্ন পায়ে যাব হেঁটে, ফুল ভরা ডালা হাতে
শহীদ বেদীর র্মম ছুঁয়ে, উঠব গেয়ে মন ছোঁয়া গান।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি~~~~~~~~~~~~~~~
এমনি ভাবে কথা শিখা, মায়ের বোলে স্বপ্ন আঁকা
ঐ গানটা শহীদের তরে, মায়ের বোলে রেখেছি গেঁথে।।
মন মননে কালের ধারায়, ঐ গানটা রক্ত মজ্জায়
মিশেছে বাংলার কোটি সন্তানে, বিশ্বজুড়ে সবার মুখে মুখে।।
মোরা নগ্ন পায়ে যাব হেঁটে, ফুল ভরা ডালা হাতে
শহীদ বেদীর র্মম ছুঁয়ে, উঠব গেয়ে মন ছোঁয়া গান।।
আমার ভাইয়ের রক্তে রাঙানো,একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি~~~~~~~~~~~~~~~
এমনি ভাবে কথা শিখা, মায়ের বোলে স্বপ্ন আঁকা
ঐ গানটা শহীদের তরে, মায়ের বোলে রেখেছি গেঁথে।।
মন মননে কালের ধারায়, ঐ গানটা রক্ত মজ্জায়
মিশেছে বাংলার কোটি সন্তানে, বিশ্বজুড়ে সবার মুখে মুখে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন