শীতল আবহে আড়ষ্ট হয়েছে তনু -মন জমাট বাঁধা আবেগের কোন ব্যাখা নেই নেই কোন আথিয়েতার আস্ফালন। বসন্তে ছিন্ন-বিচ্ছিন্ন ডায়রীর পড়ে থাকা পাতায় টুকরো টুকরো ভাঁজ করা হৃদয়ের আকুতি। ফাগুনের শেষ বেলায় এসে আমার শূন্য আবেগ উঁকি দেয় দারুণ প্রত্যাশায়। তবুও… মর্মর পাতার শব্দের সঙ্গে সখ্যতা গড়ে তুলি কালের নিয়মে বিচ্যুত হয়ে গেছে যে সবুজ প্রাণ। তার কাছে দায় অনেক। যেমন দায়বদ্ধ আমি-তুমি। তাই তো সাহস করি খুব। খেলাপি হওয়ার আগে বৃষ্টির জলে ভেজাবো সব।
নীরব আকাশটায় জ্যোৎস্না ছড়িয়ে মনটা চাঁদ হতে চেয়েছে……..। চেয়েছে এ মন ঝিকি মিকি আলো ছড়িয়ে অসংখ্য তারার আভায় রাতের আকাশ সাজাতে….
ভাসমান মেঘ দেখে ভাবি এই বুঝি রানার আসছে তোমার বার্তা নিয়ে….। মেঘ আমাকে পাশ কাটিয়ে চলে যায় দূরে,বহুদূরে। এভাবে আমার রাতের ভোর ঘনিয়ে আসে। আমি আবার সূর্যের সোনালী আলোয় ভর করে পৃথিবীর কূলে নীরবে পা রাখি…. ভোরের হাওয়া বৃক্ষের সবুজ পাতায় নড়ে চড়ে সঙ্গীতের মূর্ছনায় মেতে উঠে। অজস্র ফুল ফোটায় খুঁজি তোমার গায়ের গন্ধ… ভোরে আলোর উজ্জ্বলতায় পাখিগুলো কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গায়…., আর একটি দিন বাঁচার মিছিলের সূচনা করে…. এভাবে দুপুর ঘনিয়ে বিকালের হাত ধরে রাতের আঁধার নেমে আসে আবার…, পাখিরা নীড়ে ফিরে। আসে না শুধু তোমার সান্নিধ্য পাবার বার্তা।