[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

বর্ষণ মুখর সন্ধ্যা


বর্ষণ মুখর সন্ধ্যা



দ্বাবিংশ বসন্ত পেরিয়ে প্রেয়সী কেন আজ অশান্ত!
চৈত্রের তপ্ত রোদ্দুরে শ্রাবণের ধারা কেন প্রাণবন্ত!
যবনিকার আড়ালে বিরহের বেহালা কে বাজালো!
সাঁঝের বেলা মন মন্দিরে প্রণয় আলো কে জ্বালালো।
বসন্ত কাননে ফুলেল ফাগুণে কে সাজালো প্রেয়সীর অভিসার
কে দুলালো প্রেয়সীর উত্তাল অঙ্গে মধুময় ভালোবাসার জোয়ার!
মন মন্দিরে আজ কে জাগালো প্রেয়সীকে আলিঙ্গনের বাসনা
মানস কর্ণে ঝিরঝির হাওয়ায় কে শুনালো প্রণয় নিরাজনা!
প্রেয়সীর পুষ্পপেলব ওষ্ঠাধরে চুম্বনে আজ ভরিয়ে দেব
অশান্ত বৃষ্টির মিষ্টি সুরে প্রিয়ার উঞ্চ বুকে আজ হারাব।
প্রণয় নদীর উত্তাল তরঙ্গে ভাসাবো আজ আনন্দের তরী
দু’জনার উঞ্চালিঙ্গনের আবেশে বাজাবো তৃপ্তির তরঙ্গ লহরী ।

কোন মন্তব্য নেই: