বৈশাখের কবিতা
‘বোশেখ শেষে বালুচরের বোরো ধানের থান,
সোনায় সোনা মেলিয়ে দিয়ে নিয়েছে কেড়ে প্রাণ।
বসন্ত সে বিদায় বেলায় বুকের আঁচলখানি,
গেঁয়ো নদীর দুপাশ দিয়ে রেখায় গেছে টানি।
চৈত্র দিনের বিধবা চরের সাদা থানের পরে
নতুন বরষ ছড়িয়ে দিল সবুজ থরে থরে
না জানি কোন গেঁয়ো তাঁতি গাঙ চলিবার ছলে
জল-ছোঁয়া তার শাড়ির কোণে পাড় বুনে যায় চলে।
মধ্য চরে আউশ ধানের সবুজ পারাবার,
নদীর ধারে বোরো ধানের দোলে সোনার পাড়।
চৈত্র দিনের বৈরাগিনী সবুজ আঁচল সনে,
মুখখানিরে আবছা ঢেকে সাজল বিয়ের কনে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন