বৃষ্টির জলে ভেজাবো
গুচ্ছ গুচ্ছ শূন্যতায় বিদায়ের সুর শীতের
শীতল আবহে আড়ষ্ট হয়েছে তনু -মন
জমাট বাঁধা আবেগের কোন ব্যাখা নেই
নেই কোন আথিয়েতার আস্ফালন। বসন্তে
ছিন্ন-বিচ্ছিন্ন ডায়রীর পড়ে থাকা পাতায়
টুকরো টুকরো ভাঁজ করা হৃদয়ের আকুতি।
ফাগুনের শেষ বেলায় এসে আমার শূন্য আবেগ
উঁকি দেয় দারুণ প্রত্যাশায়। তবুও…
মর্মর পাতার শব্দের সঙ্গে সখ্যতা গড়ে তুলি
কালের নিয়মে বিচ্যুত হয়ে গেছে যে সবুজ প্রাণ।
তার কাছে দায় অনেক। যেমন দায়বদ্ধ আমি-তুমি।
তাই তো সাহস করি খুব।
খেলাপি হওয়ার আগে বৃষ্টির জলে ভেজাবো সব।
জমাট বাঁধা আবেগের কোন ব্যাখা নেই
নেই কোন আথিয়েতার আস্ফালন। বসন্তে
ছিন্ন-বিচ্ছিন্ন ডায়রীর পড়ে থাকা পাতায়
টুকরো টুকরো ভাঁজ করা হৃদয়ের আকুতি।
ফাগুনের শেষ বেলায় এসে আমার শূন্য আবেগ
উঁকি দেয় দারুণ প্রত্যাশায়। তবুও…
মর্মর পাতার শব্দের সঙ্গে সখ্যতা গড়ে তুলি
কালের নিয়মে বিচ্যুত হয়ে গেছে যে সবুজ প্রাণ।
তার কাছে দায় অনেক। যেমন দায়বদ্ধ আমি-তুমি।
তাই তো সাহস করি খুব।
খেলাপি হওয়ার আগে বৃষ্টির জলে ভেজাবো সব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন