তোমার বার্তা আসবে বলে
নীরব আকাশটায় জ্যোৎস্না ছড়িয়ে মনটা চাঁদ হতে চেয়েছে……..।
চেয়েছে এ মন ঝিকি মিকি আলো ছড়িয়ে অসংখ্য তারার
আভায় রাতের আকাশ সাজাতে….
চেয়েছে এ মন ঝিকি মিকি আলো ছড়িয়ে অসংখ্য তারার
আভায় রাতের আকাশ সাজাতে….
ভাসমান মেঘ দেখে ভাবি এই বুঝি রানার আসছে
তোমার বার্তা নিয়ে….।
মেঘ আমাকে পাশ কাটিয়ে চলে যায় দূরে,বহুদূরে।
এভাবে আমার রাতের ভোর ঘনিয়ে আসে।
আমি আবার সূর্যের সোনালী আলোয় ভর করে
পৃথিবীর কূলে নীরবে পা রাখি….
ভোরের হাওয়া বৃক্ষের সবুজ পাতায় নড়ে চড়ে
সঙ্গীতের মূর্ছনায় মেতে উঠে।
অজস্র ফুল ফোটায় খুঁজি তোমার গায়ের গন্ধ…
ভোরে আলোর উজ্জ্বলতায় পাখিগুলো কিচিরমিচির
শব্দে ঘুম ভাঙ্গায়….,
আর একটি দিন বাঁচার মিছিলের সূচনা করে….
এভাবে দুপুর ঘনিয়ে বিকালের হাত ধরে
রাতের আঁধার নেমে আসে আবার…,
পাখিরা নীড়ে ফিরে।
আসে না শুধু তোমার সান্নিধ্য পাবার বার্তা।
তোমার বার্তা নিয়ে….।
মেঘ আমাকে পাশ কাটিয়ে চলে যায় দূরে,বহুদূরে।
এভাবে আমার রাতের ভোর ঘনিয়ে আসে।
আমি আবার সূর্যের সোনালী আলোয় ভর করে
পৃথিবীর কূলে নীরবে পা রাখি….
ভোরের হাওয়া বৃক্ষের সবুজ পাতায় নড়ে চড়ে
সঙ্গীতের মূর্ছনায় মেতে উঠে।
অজস্র ফুল ফোটায় খুঁজি তোমার গায়ের গন্ধ…
ভোরে আলোর উজ্জ্বলতায় পাখিগুলো কিচিরমিচির
শব্দে ঘুম ভাঙ্গায়….,
আর একটি দিন বাঁচার মিছিলের সূচনা করে….
এভাবে দুপুর ঘনিয়ে বিকালের হাত ধরে
রাতের আঁধার নেমে আসে আবার…,
পাখিরা নীড়ে ফিরে।
আসে না শুধু তোমার সান্নিধ্য পাবার বার্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন