টিপ
মনে পড়ে সেই যে আমাদের
গভীরতম সুখগুল বুকেনিয়ে রোদেলা দুপুরে
হেঁটে যাওয়া।
... বৃষ্টি ধোয়া কোন মেঘলা বিকেলে টিএস সি
কিম্বা কলা ভবনের মাঠে বসে
গল্পে মেতে ওঠা।
কথা না থাকা অনেক কথার
ফুলঝুরি ছোটা অচৈতন্য সময়
তোমার মুগ্ধ দৃষ্টির লূটোপুটি
আমার দুরন্ত লাল টিপে।
অতিক্রান্ত এক যুগ পড় আজো
যেন তেমনি সময় স্থির!!
তোমার বিচলিত দৃষ্টি
আর সব মুগ্ধত থমকে আছে
সেই লাল টিপে ......।
মনে পড়ে সেই যে আমাদের
গভীরতম সুখগুল বুকেনিয়ে রোদেলা দুপুরে
হেঁটে যাওয়া।
... বৃষ্টি ধোয়া কোন মেঘলা বিকেলে টিএস সি
কিম্বা কলা ভবনের মাঠে বসে
গল্পে মেতে ওঠা।
কথা না থাকা অনেক কথার
ফুলঝুরি ছোটা অচৈতন্য সময়
তোমার মুগ্ধ দৃষ্টির লূটোপুটি
আমার দুরন্ত লাল টিপে।
অতিক্রান্ত এক যুগ পড় আজো
যেন তেমনি সময় স্থির!!
তোমার বিচলিত দৃষ্টি
আর সব মুগ্ধত থমকে আছে
সেই লাল টিপে ......।