[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

ভাইরাস কাব্য



ভাইরাস কাব্য
১.
তবে কবিতা আমায় দিয়েছে নির্বাসন
ব্লগীয় রাজনীতি থামিয়ে দেয় স্বাভাবিক সব আয়োজন

২.
ঘুমন্ত শহরে কুয়াশার বাড়ী
ডিজিটাল অবক্ষয়ে রক্ষিতা নারী

৩.
এমনি রাত ভালোবাসার চাঁদ
তোমাকেই ছোঁয়ার স্বপ্নিল আর্তনাদ

৪.
কালের দুষ্টছায়ায় আমার বিবেক বন্দী
আজো মনের আড়ালে ধ্বংস হওয়ার ফন্দি

৫.
মামায় কেনা সনদ দিয়ে অযোগ্যরাই নীতিনির্ধারক
শিক্ষাক্ষেত্রেই দূর্নীতির আখড়া, রক্ষকই ভক্ষক

৬.
টিপাইমুখ বাঁধ, বাংলাদেশের মরণফাঁদ
কুচক্রীদের বুলডেজারে নিষ্পেষিত প্রতিবাদ?

৭.
সত্যিকারের প্রেম জীবনে একবারই আসে
ভালোবাসার স্বপ্তডিঙ্গা মনের মহাসাগরে ভাসে

৮.
বলেছিল সে যখনি হবে তোমার বিক্ষিপ্ত মন
সুখময় স্মৃতি আর আগামীর গীতি করিও স্মরণ

৯.
দখিনা অন্ধকারে লাজুক কবিতা সভ্যতার রেললাইন
শুদ্ধ শিল্পের স্নিগ্ধ আকাশে বিধ্বংসী মাইন!

১০.
হয়তো এভাবেই দিন চলে যায়
আমারই ভালোবাসায় নীড় খুঁজে পায়…

১১.
অনেক প্রক্সি দিয়েছি, এভাবে আর কত?
অনেক মিথ্যা বলেছি! পাপের ভারে নত।

১২.
উদাসীন তুমি ভীষণ উদাসীন
ভুলে গেছ তুমি ভালোবাসার দিন!

১৩.
বন্ধ করে আঁখি, ধীরে ধীরে নীরবে ডাকি
কোথাও কেউ নেই, ফিরে যাব পুরনো খোলসে…

১৪.
আহারে মন তুই কেন এমন?
হয়ে যাস উদাস জানি না কখন!

১৫.
স্রোতের বিরুদ্ধে কথা বলতে গেলে একলা চলতে হয়
হাল ছেড়ো না, আসবে প্রলয়ংকরী ঝড়, তবুও করো না ভয়।

১৬.
নাগরিকতার সুতো ছিঁড়ে হারিয়ে যাব ঐ দূর ছায়াপথে সহসাই,
দুটি মানবাত্মার সম্পর্ক পূর্ণতা পায় অনন্ত কালের ভালোবাসায়।

১৭.
নিশ্চুপে দেখে জীবনের সকল দুঃখ-সফলতা
নিরবতাই নিরবে বলে হৃদয়ের কথা…

১৮.
পৃথিবী তোমার কাছে ধাঁধা, আমার কাছে ইচ্ছেঘুড়ি
তোমার মনের রঙধনুতে ভ্রমরেরা করে উড়াউড়ি…

১৯.
তোমার নিভৃত আকাশে বর্ণময় ভালোবাসার ফুরফুরে হাওয়া,
ছুঁয়ে দিয়ে ঠোঁঠের উদাসীন তিলে গভীর প্রণয়ে জড়িয়ে যাওয়া..

২০.
দ্বন্দ্বময় সভ্যতায় চেতনারা আশ্রিত জাদুঘরে; বিজয়ী অভিজাত প্রলোভন
এই বৃষ্টিতে চলো স্নানের মিছিলে শুদ্ধ করি অবিশ্বাসী,অতৃপ্ত স্বীয় মন…

২১.
আমাদের জীবনটাই সিরিজ খেলা
সুখ-দুঃখে সময়ের পিছু চলা..

২২.
ভাবনাগুলো ঘুমন্ত থাকে
জেগে গেলে প্রচ্ছদ আঁকে!

২৩.
জানাও নি তবুও অবাক হয়ে ভাববে এসব হল কেমন করে?
সবকিছু থেকে দূরে থাকার পরেও পারো নি রাখতে দূরে…

২৪.
তোমার উঠোন জুড়ে সরু গলিপথ, কারফিউর রাতে নিষিদ্ধ আনাগোনা
অপেক্ষার অনন্ত প্রহর শেষে দুরন্ত মৌমাছির খাঁটি মৌচাক বোনা!

কোন মন্তব্য নেই: