আমি এখন তুমি ছাড়া বাঁচতে পারি
জীবনের মায়ার আর তোমাকে
কাছে টানব না, বলবো না
তোমাকে ছাড়া বাঁচব না,
চোখে চোখ আর রাখব না
হাত ধরার তো প্রশ্নই আসে
না, বলবো না জীবন আমার
গুছিয়ে দাও পরম মমতায়।
অনিকেত জীবন যাচ্ছে কেটে
যেমন তেমন, ছন্ন ছাড়া আমি
বেঁচে আছি হতাশার মধু করে
পান। অংকের খাতায় আর
কষবো না অংক তোমার-
আমার নাম যোগ করে।
ইংরেজি খাতায় লিখবো না
কোন গল্প তোমার কথা ভেবে,
বাংলা খাতায় আঁকবো না
তোমার মুখাবয়ব কবিতার রূপকে।
আমি এখন তুমি ছাড়া চলতে
জানি, বাঁচতে পারি আর পারি
নিজেকে একা ভাবতে, দেখো
একদিন সব যাবো ভুলে সময়ের
স্রোতে গা ভাসিয়ে। হয়তো একদিন
তুমি আমাকে ভাববে তোমার
অতীতের মাঝে, খুঁজবে জমে
থাকা ধুসর স্মৃতির পাতাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন