[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

আক্ষেপের অট্টহাসি


আক্ষেপের অট্টহাসি
কক্ষ পথে ঘুরতে গিয়ে
বক্র পথে দূর….
তোমার আমার মিলন রেখা
সাত সমুদ্দুর।

হিসেব থেকে অংক গুলো
তারার মত খসে….
তবু আমার সরল গনিত
তিন ব্রাকেটে বসে।

অগ্র বুজি পিছন তাকাই
চলার পথে বাঁক….
আমার চোখে গভীর রাতে
হাজার তারার ঝাঁক।

চিকন চোখের গাঢ় কাজল
তোর ঘরে বিন্যাস….
আমার শুধু ধুত্রা ফুলে
জীবন হা হুতাস।

রেলিং ধরে দারিয়ে থাকি
মনের কোনে বিষ….
উদম চোখে ভাবনা ভাবায়
ঠোটেঁর কোনে শিস।

কোন মন্তব্য নেই: