[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

সারাটা দিন আজ ভালো যাবে


সারাটা দিন আজ ভালো যাবে



সারাটা দিন, সারাটা দিন আজ ভালো যাবে
ভালো যাবে এ আমার হিমালয় সমান বিশ্বাস
পৃথিবীর হাওয়া বদলে গেছে তাই
উত্তর হতে দক্ষিণে বইয়ে যাওয়া হাওয়ায়
ভুলে না যাওয়া, আমায় জাগিয়ে তোলা গন্ধ পেয়েছি
পেয়েছি কোকিলের কণ্ঠে বকুলের তরতাজা গন্ধ

ব্রেইনের প্রতিটি কোষ তারে নিয়ে গবেষণা করে
দিন রাত, রাত দিন অনেক গবেষণা করে
তারে নিয়ে কীভাবে গড়া যায় স্বপ্নের নীড়
আজ যদি হাজারটা ঝড় বইয়ে যায়
আকাশে বাতাসে নয়, আমার মাথার উপর দিয়ে
যদি সিডর, সাইক্লোন বইয়ে যায় জীবনের উপকূলে
ভেঙ্গে পড়ে নিত্য কাজের কঠিন দেয়াল
তবুও বলছি-
সারাটা দিন আজ ভালো যাবে, ভালো যাবে
কারণ-হৃৎপিণ্ডের বাতাস আমার প্রেয়সী
মধুর কণ্ঠে আজ আমারই সাথে কথা বলেছে

প্রিয়ার মুখের মিষ্টি কথা!


প্রিয়ার মুখের মিষ্টি কথা!




প্রিয়ার মুখের মিষ্টি কথা,
এখনো হৃদয়ে আছে গাঁথা।
সে সব ছিল কথার কথা,
বুঝলাম এখন পেয়ে ব্যথা!

সাগর সেচে দিবে মুক্তা এনে,
আত্বহারা হয়েছি এমন কথা শুনে।
মরুভূমির আছে যত বালু কনা,
তার চেয়েও বেশী প্রতিশ্রুতি শুনা!
জোৎস্না স্নাত মাঘি পূর্নিমার রাতে,
বিনীদ্র রজনী কাটাবে আমার সাথে।
ভালবাসার কঠিন উঞ্চতার বলে,
হিমালয়ের হিমবাহু যাবে গলে!
আকাশের মত বিশাল উদারতা,
আমার প্রিয়ার মৌন নিরবতা।
আমাজানের মত দীর্ঘ খরশ্রোতা,
আমার প্রিয়ার খোপায় বাঁধা ফিতা!
সহ্য করবে আঘাত করি যত,
দৃঢ় মনোবল চিনের প্রাচিরের মত!

পিছনের সব প্রতিবন্ধকতা ভুলে,
প্রিয়া আসবে আমার সঙ্গে চলে।
আমি মানসিক ভাবে প্রস্তুত হলে,
আমাকে একটু দেরি করতে বলে।

আমি যাচ্ছি অপেক্ষার প্রহর গুনে,
আকাশ ভেঙ্গে সংবাদ এল কানে!
আমার প্রিয়া এখন অন্য খানে,
তাঁকে নিয়ে সংসার করছে অন্যজনে!

অর্থ সম্পদ ছিল যা কিছু,
ঢেলেছি আমি সব তাঁর পিছু।
আমি আজ পথের ভিখারি,
ছলনাময়ী এক প্রেমের শিকারি!

প্রীতি বিলাস


প্রীতি বিলাস
যদি জানালার ফাঁক গলে কুয়াশা ঢুকে পড়ে ভেতরে,
যদি সকালের সোনা রোদে হীরক জ্বলে ঘাসের ওপরে,
অকারণে আমায় মনে করে,
যদি গন্ধ বিলানো হাসনা-হেনা ঝরে পড়ে প্রভাতে,
যদি নিঃসঙ্গতায় উঠানের কোণে সজনে গাছের ডালে কাক ডাকে,
আছি তোমারই এই ধরণী তরে।



যদি মাটির পিদিম জ্বলে সন্ধ্যা রাগে ঘরের কোণে,
যদি দূর হতে ভেসে আসে রাখালীর বাঁশীর সুমধুর সুর,
যদি ঝিঁ-ঝিঁ পোকার ডাক ভেসে আসে কুঞ্জবনে,
যদি পূর্ণিমার চাঁদ সন্ধ্যাকাশে ডুবে যায় মেঘের আড়ালে,
প্রীতি, তুমি স্মরণীয় এই অন্তরে।




আশাবাদী হতে ভালোবাসি


আশাবাদী হতে ভালোবাসি

 A H RIDWAN


আমি চলছি অনাগত সময়ের প্রহেলিকায়
জীবনকে করে দিতে কাংখিত সুন্দর
আমার দু:খবোধ বর্তমানকে নিরুত্তাপ করলেও
উষ্ণতা খুজি আগামীর প্রত্যাশায়,
যদিও দীর্ঘ মহাসড়কের মতো বিস্তীর্ণ রাত্রি আমার
গিলে খেতে চায় গতির প্রাবল্য,
তথাপি শক্ত হ্যামার হাতে
আঘাত হানি দেয়ালে দেয়ালে
অনুসন্ধানি চাতক চোখে খুজে বেড়াই আলোর সন্ধিক্ষণ,
হয়তো আমার জন্য অপেক্ষায় আছে
বর্ষার এক পশলা বৃষ্টি কিংবা নক্ষত্রের আর্শিবাদ
তাই আশাবাদী হতে ভালোবাসি,
সূর্যাস্ত আমাকে সূর্যোদয়ের আশ্বাস দেয়।

তুমি আমার কে?



তুমি আমার কে?


তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি রোদ্দুরময় দিন
জোসনা মাখানো রাত
গোধুলীলগ্ন সন্ধ্যা
তুমি আমার পড়ন্ত বিকেলের প্রাণময় শীতলতা।
তুমি আমার হৃদয়ে রক্তস্রোত
তুমি চোখের জ্যোতি
তুমি আমার স্বপ্ন
তুমি আমার প্রতিটি দিনের বেচে থাকা মূহুর্ত;
কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি আমার তারায় বিছানো আকাশ
তুমি আমার শিহরন জাগানো দক্ষণা হাওয়া,
তুমি আমার কন্ঠ নি:সৃত প্রতিটি শব্দ
আমার কবিতা
তুমি সবুজের মাঠ
সোনালী ফসল
তুমি এক দু:খী রাখালের
বাশীর করুন সুর।
তুমি ঘাস
তুমি পাখী
তুমি ফুল
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি নদী
তুমি ঢেউ
তুমি দুর দিগন্তের জেগে উঠা আশা
তুমি সাগর
তুমি গভীরতা
তুমি মুক্তোয় ভরা ঝিনুক,
তুমি আনন্দ
তুমি হাসি
তুমি কান্না
বুকের খুব গভীরে বেড়ে উঠা
এক বিষন্ন গোলাপ।
তুমি পাহাড়
তুমি ঝর্ণা
তুমি শরতের কাশফুল
তুমি আমার পায়ে হাটা পথ;
তুমি রক্ত
তুমি মিছিল
তুমি শ্লোগান শোষিতের
তুমি অঝরে ঝরো শ্রাবনের মাটিতে।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি জীবনকে বয়ে চলা জীবন
তুমি আমার সুখ
তুমি দু:খ
তুমি কষ্ট
তুমি সময়
তুমি তিল তিল বেচে থাকা
তুমি জীবন।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি যুদ্ধ
তুমি বিপ্লব
তুমি প্রতিবাদ
তুমি মুষ্ঠিবদ্ধ হাতের অমিয় সাহস।
কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি মনের ভেতরে এক মন
দেহের ভেতরে এক দেহ
তুমি ফুসফুস নির্গত প্রতিটি নি:শ্বাস
তুমি প্রতিটি কোষের অফুরন্ত বিভাজন।
তুমি আমার রঙ
তুমি আমার তুলি
আমার সাদা আকাশের ক্যানভাস।
তুমি ঝড়
তুমি ধ্বংস
তুমি সৃষ্টি
তুমি বেসুরো গান।
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?
তুমি দিগন্ত
তুমি আকাশ
তুমি রঙধনু
তুমি শিশিরে ভেজা ঘাস;
তুমি ভোর
তুমি গ্রীস্ম
তুমি দাবাদহ
তুমি কুয়াশা মাখানো রাত
তুমি উর্বরতা
তুমি সূর্যোদয়
তুমি বুকের ভেতরের উচ্ছ্বাস,
তোমাকে কি করে বলবো যে
তুমি আমার কে?

সাধ

 

সাধ


সাধ জাগে মোর পাখির মত
উড়তে ডানা মেলে,
নীড়ে ফেরা সন্ধ্যা বেলা
রাঙা মেঘের কোলে।

সাধ জাগে মোর হাঁসের মত
দিঘীর জলে ভাসতে,
রাতের বেলায় আকাশটাতে
চাঁদের মত হাসতে।

সাধ জাগে মোর ফুলের মত
আঁধার রাতে ফুটতে,
পবণ বেগে ঘোড়ায় চেপে
দেশ বিদেশে ছুটতে।

সাধ জাগে মোর ফড়িং হয়ে
শস্যে ক্ষেতে চলতে,
শিশির হয়ে ঘাসের ডগায়
হীরের মত জ্বলতে।

সাধ জাগে মোর ভ্রমর বেশে
ঘুরতে ফুলের বনে,
কেমন করে ঘটবে এসব
ভাবছি সেটাও মনে।