[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

শাড়িটা কিনেছি হৃদিতা তুমি পরবেনা ?



শাড়িটা কিনেছি হৃদিতা তুমি পরবেনা ?


মেরুণ কালারের একটা শাড়ি ঝুলেছিল হ্যঙ্কারে
পুরো জমিন ভরা ছিল তার হরেক পুঁতির বাহারে
আহারে প্রিয়ারে তোমার পরনে জড়ালে হবে বেশ
শাড়িটা নিউমার্কেট থেকে কিনে স্বপ্ন দেখলাম বেশ
এই চৌদ্দ তারিখে মেরুণ সাঁজে সেঁজে দাঁড়াবে পাশে
আহ ! চৌদ্দ তারিখ কেন এখনো আসে নারে মঙ্গলী বেশে
হৃদয় তৃষ্ণায় ছটফট করে করে চাওয়ার অনুগুলোয় নাচন ধরে
আহ ! শাড়িটা কিনেছি হৃদিতা ; তুমি কি পরবেনা অহংকারে ?


খুব কষ্ট পাব তৃষ্ণার সাথে সাথে স্বপ্নের মৃত্যু হবে
ভালবাসার প্রতিদানে ভাল লাগা যদি নাইবা দিবে
কেন শুধু শুধু একপেশে ভালবাসা নিবে...........?

শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা


শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা ।।

আমার শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা
কাছে ডাকছি শুনছে না ।
বসতে বলছি বসছে না ।
তেরো হাত জমিনে লাল টুকটুক সজ্জায় দাঁড়িয়ে আছে
তোমার ভালবাসা।
গোলাপের পাপড়ি রাঙ্গা অধর যে তার তোলে হৃদস্পন্দন
প্রজাপতি রাঙ্গা আঁখির মাঝে স্বপ্নের নান্দনিকতা খেলা করে
ময়ূর পাখির পেখমের মত করে দোল খায় ভালবাসার জানালা
আমাকে শিহরিত করে তোমার ভালবাসা !!
এলাচির খোসায় আবদ্ধ তোমার টক-ঝাল দৃষ্টি
দেহের চাদর ভেদ করে সাড়ে চব্বিশ পরগনায় আলোড়ন তোলে !
ঝুঁকে ওঠে কপোতাক্ষ নদের দেহ !
তুমুল আলোড়নে নড়ে ওঠে নাভিমূল
ঝুঁকে বসে কবি বাবুর বসন্ত বেলা ।

আমার শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা
কাছে ডাকছি শুনছে না ।

অবহেলা অনাদরের মাঝেও যে মুষ্টিমেয় সুখ মেলে
তা কেবলি আমার ; তোমার নয়
তোমার ভালবাসারও নয়।।

সবি বুঝো কেবল মালি মনের কথন বুঝো না !


সবি বুঝো কেবল মালি মনের কথন বুঝো না !


সহজ সরল চরিত্রের এক প্রেমিক আমি। বিকেলের অণু রোদ আমার নিকট বড় ক্লান্তির ! নিশীথে জোনাকির আলো আমার ভ্রান্তি বাড়ায় ! তবুও আমি প্রেমে অটল প্রেমিকপুরুষ । কঠিন প্রেমের মায়ায় বেঁধেছি তার হৃদয়ের সাথে আমার হৃদয়। ভালবাসার আকর্ষণে আমাদের প্রেম যেন একি দেহের দুটি অংশ। যার এক অংশ কষ্ট পেলে অপর অংশ কাতর হয়। এক অংশে রক্ত ঝরলে অপর অংশ রক্ত বিলিয়ে দেয়। তবুও কেন তার চোখে-মুখে এত সংশয় ?

তার চোখে ছলনার ডিঙ্গা বয় অথচ আমাকে খুশী করতে আমার ওষ্ঠের সম্মুখে তার ওষ্ঠ ছোঁয়াতে মগ্ন থাকে সারাক্ষণ! চুম্বনের বিপরীতে স্বতস্ফুর্ত চুম্বন ! তারপরও ছেড়া-কষ্ট আমার হৃদয়ের মাঝে থেকেই যায়। বেশী ভালবাসলে বুঝি এমনি হয়।

নিষ্কলঙ্ক বিশ্বাস মুখ লুকোয় আড়ালে। আপন শক্তি ক্রমাগত নুয়ে পড়ে । মনের কলকব্জা গুলো অনাদরে-অবহেলায় পড়ে থাকতে থাকতে ধীর ধীরে মরিচার শিকার হয়। তখন মনের সাথে মানুষটাকে মেলানো খুব কষ্টকর হয়। নিষ্কলঙ্ক বিশ্বাসের রোদনে আমার আপন শক্তি ক্ষয়ে গেছ্যে দিনকে দিন। শক্তি-সামর্থের কলকব্জায় মরিচা পড়েছে। আমি নষ্ট কলের মত অনাদরের পাত্র হয়েও প্রেম ভিক্ষা চাই।

আমার প্রেমের শরীর আবার হাসুক। জলতরঙ্গে হৃদয়ের হাহাকার গুলো নিজেদেরকে বিসর্জন দিক ।

ফুল যদি নাইবা হও কাটা হয়ে মন বাগানে এসোনা একটি বার। আমি ভ্রমর নাইবা হতে পারি একজন সাদা মনের মালি হতে পারবো। মালি কি প্রেমিক হতে পারে না ? নাকি মালির মন থাকতে নেই ? এই জনমে না হয় অন্যজনমে যদি একটি বারের জন্য জন্মাই তবে আমি যেন মালি হয়ে-ই জন্মাই। আমার বাগান সুদ্ধ যেন একটি গোলাপ গাছ থাকে। যাতে ফুল থাকবে না ; পাতা থাকবে না ,শাখা-প্রশাখা কিছুই থাকবে না। থাকবে কেবল ভালবাসার একটি কাঁটা। যেখানে তুমি থাকবে , তোমার আলতো ছোঁয়া থাকবে ; আর অভিনয় বিহীন ভালবাসা গ্রাহী একটি মন থাকবে। সেই কাঁটার তীক্ষ্ণতায় আমার ভালবাসার শরীর আমি রক্তাক্ত করবো বারবার।

ওগো সুনয়না, সবি বুঝো কেবল মালি মনের কথন বুঝো না !

নৈঃশব্দের ঘোরে অদৃশ্য আমি !


নৈঃশব্দের ঘোরে অদৃশ্য আমি !



আমাকে আবিষ্কার করতে পারলে না! পাতালের রহস্যে হাত দাও। কি? কিছু পাচ্ছো? তোমার হাত মিলিয়ে যাবে তবুও কিচ্ছু পাবে না।

বর্ষা আসছে। কদিন পরেই ঝড়ের তাণ্ডবে শিকড় সমেত উপড়ে পড়বে বুড়ো বট। চারপাশ জলকণায় পরিপূর্ণ হবে। এত সবের মাঝে চোখের জলের মূল্য কোথায় ?সিক্ত-শীতল আবহাওয়া। আমিও যথেষ্ট শীতল হতে চাই!

প্রহেলিকার অন্তরালে আমার নিমগ্নতা। আমার ভাল লাগা আজ ভঙ্গুর বিশ্বাসের উপর আর্তনাদরত! আগে ভাল থাকা বুঝতে এক রকম বুঝতাম; এখন আর বুঝতে পারি না, আমি ভাল আছি কিনা? ভাল থাকা কাকে বলে ,এখন আমার কাছে ধূপছায়ার মত লাগে।

বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে আমি বড়ই ক্লান্ত। ক্লান্ত আমার শরীর-স্বপ্ন-বিবেক। আমার সহ্য ক্ষমতা সীমা অতিক্রমের মাত্রায় এসে দাঁড়িয়েছে। আমার বড় হতাশা কোথায় জান? এতদিনের সম্পর্ক অথচ একটিবারের জন্যেও তুমি আমাকে বুঝলে না! সত্যি সেলুকাস, কি বিচিত্র তোমার প্রেমলীলা!

আকাশের বুক থেকে নীহারিকা অদৃশ্য হয়ে গেছে। তোমার সাথে-সাথে বিমুখ পৃথিবী-প্রকৃতি! বিরক্তিকর বিচিত্রহীন পাহাড় প্রহরীর মত চোখের সম্মুখে দণ্ডায়মান! যেন তৈরী হয়েছে কতগুলো বোকা পর্যটকদের জন্য! আমার মত নগণ্যের জন্য নয়। আঁখির জলের জন্য নয়, শুষ্ক হৃদয়ের তৃষ্ণার জন্য নয়। স্বপ্নেই জন্য তো নয়-ই!

পাথরে পিষ্ট আমার হৃদয়-প্রশান্তি। আমার কোন শব্দ নেই। যা কিছু আছে তা কেবল নৈঃশব্দ! নৈঃশব্দের বেড়াজালে বিক্ষিপ্ত-বিচূর্ণ আমি! নৈঃশব্দের ঘোরে একলা হাঁটি, একলাই চলি। একাকিত্ব কে সঙ্গী ভেবে আমিত্বকে নির্বাসনে পাঠাই বারবার।

তবুও পারলে না! পারলে না আমাকে আবিষ্কার করতে! হৃদয়ের চোখ দিয়ে কেবল একটিবার আমার দিকে তাকাও; নিজের স্বপ্নে আমার স্বপ্নগুলোকে ঠাঁই দাও। দেখবে, হৃদয় আকাশে মেঘ কেটে গেছে। বর্ষার বিদায়ে এসেছে বসন্ত।

কিছু কথা কিছু


কিছু কথা কিছু (গান)

নীল
নীল নীল
আকাশ
মৃদু
মন্দ বইছে
বাতাস
লুকোচুরি
করে চাঁদ মেঘের সনে

বসে আছি নির্জনে
কইছি
কথা আপন
সনে
তোমাকে
কেন আজ পড়ল
মনে?

কবে তুমি হারিয়ে
গেছ
তবু
বার বার ফিরে
আস
চাইলেও
পারিনা যে
ভুলিতে
মনের
গোপন
কোণে
রেখেছি
তোমায়
সংগোপনে
বড়
কষ্ট একা পথ চলিতে

চাঁদের
পানে চেয়ে তোমায় পড়ল
মনে…..

একা একা আর ভাল
লাগেনা
কোন
কাজে মন যেন বসে
না
আর
কি হবেনা দেখা
জীবনে?
শূণ্য এই জীবন কি খুঁজে পাবে কোন
মানে??

বৃষ্টি


বৃষ্টি
বৃষ্টি আমাকে কাঁদায় না , ভাসায়
কখনো আনন্দে ,
কখনো সুখ স্মৃতিতে ,
কখনো সংগীতে
কখনো বা ধুঁয়া উঠা চায়ের পেয়ালায়
,
যেখান থেকে আমি ভেসে বেড়াই

বৃষ্টি ভেজা দিনগুলিতে
কখনো ছাদে
,
কখনো রিকশায়
,
কখনো পদ্মার পাড়ে
,
কখনো বা সাঁতার কাটার সুইমিং পুলে
,
চিৎ সাঁতারের প্রতিটি মুহূর্তে
,
প্রতিটি বৃষ্টির ফোঁটায় আমি বৃষ্টিতেই ভাসি