কিছু কথা কিছু
(গান)
নীল নীল নীল আকাশ
মৃদু মন্দ বইছে বাতাস
লুকোচুরি করে চাঁদ মেঘের সনে।
নীল নীল নীল আকাশ
মৃদু মন্দ বইছে বাতাস
লুকোচুরি করে চাঁদ মেঘের সনে।
বসে আছি নির্জনে
কইছি কথা আপন সনে
তোমাকে কেন আজ পড়ল মনে?
কবে তুমি হারিয়ে গেছ
তবু বার বার ফিরে আস
চাইলেও পারিনা যে ভুলিতে
মনের গোপন কোণে
রেখেছি তোমায় সংগোপনে
বড় কষ্ট একা পথ চলিতে।
চাঁদের পানে চেয়ে তোমায় পড়ল মনে…..
একা একা আর ভাল লাগেনা
কোন কাজে মন যেন বসে না
আর কি হবেনা দেখা জীবনে?
শূণ্য এই জীবন কি খুঁজে পাবে কোন মানে??
কইছি কথা আপন সনে
তোমাকে কেন আজ পড়ল মনে?
কবে তুমি হারিয়ে গেছ
তবু বার বার ফিরে আস
চাইলেও পারিনা যে ভুলিতে
মনের গোপন কোণে
রেখেছি তোমায় সংগোপনে
বড় কষ্ট একা পথ চলিতে।
চাঁদের পানে চেয়ে তোমায় পড়ল মনে…..
একা একা আর ভাল লাগেনা
কোন কাজে মন যেন বসে না
আর কি হবেনা দেখা জীবনে?
শূণ্য এই জীবন কি খুঁজে পাবে কোন মানে??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন