শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা ।।
আমার শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা
কাছে ডাকছি শুনছে না ।
বসতে বলছি বসছে না ।
তেরো হাত জমিনে লাল টুকটুক সজ্জায় দাঁড়িয়ে আছে
তোমার ভালবাসা।
গোলাপের পাপড়ি রাঙ্গা অধর যে তার তোলে হৃদস্পন্দন
প্রজাপতি রাঙ্গা আঁখির মাঝে স্বপ্নের নান্দনিকতা খেলা করে
ময়ূর পাখির পেখমের মত করে দোল খায় ভালবাসার জানালা
আমাকে শিহরিত করে তোমার ভালবাসা !!
এলাচির খোসায় আবদ্ধ তোমার টক-ঝাল দৃষ্টি
দেহের চাদর ভেদ করে সাড়ে চব্বিশ পরগনায় আলোড়ন তোলে !
ঝুঁকে ওঠে কপোতাক্ষ নদের দেহ !
তুমুল আলোড়নে নড়ে ওঠে নাভিমূল
ঝুঁকে বসে কবি বাবুর বসন্ত বেলা ।
আমার শিয়রে দাঁড়িয়ে আছে তোমার ভালবাসা
কাছে ডাকছি শুনছে না ।
অবহেলা অনাদরের মাঝেও যে মুষ্টিমেয় সুখ মেলে
তা কেবলি আমার ; তোমার নয়
তোমার ভালবাসারও নয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন