সব কিছুই কী নষ্টদের অধিকারে যাবে!
মানুষ আজ বিলুপ্ত প্রায়.......
আদিম যুগে ফিরে যাচ্ছি
আমরা।
মনের ইবলিস কে যদি হত্যা
করতে পারতাম।
যদি কোন শিশুর লাশ ঝুলে
না থাকতো বন্দুকের নালায়
নারী যদি নিগৃহীত না
হতো ফেরাউনের হাতে
পুরুষ যদি পিতার মতো
পবিত্র থাকতো নারীর মনে
যদি পুড়িয়ে ফেলা যেতো
পৃথিবীর তাবৎ বারুদ।
বর্ণ বৈষম্যর নিদারুণ
ধাক্কা যদি না খেতো আমার সে -বোন
আমার ভাইটি যদি নেশা
খেয়ে পড়ে না থাকতো গলি-মোড়ে।
প্রিয় মানুষটি যদি আমার
বুকে মাথা রেখে স্বপ্ন দেখতো; বিশ্বস্ততায়
তাহলে গর্ব করে বলতে পারতাম, মানুষ শ্রেষ্ঠ জীব।
অথচ, মানবজাতি আজ বিলুপ্ত প্রায়।