আঁধার আলোর বৃষ্টিবিলাস..
কোন এক ঘুম ঘুম দিনের শেষে..
দুচোখের পাতায়;
তখনো -
ফেলে আসা দিনের,
স্বপ্নছোঁয়ার স্মৃতি..।
সবুজের ক্যানভাসে,
কোন চীরসবুজ শিল্পীর;
কোমল তুলির অমর আঁচড়..
আঁধার গড়ানো শহরের,
সকল আলো গড়ানো প্রান্তরে..
হৃদয়ের স্পন্দনে যখন,
যুদ্ধজয়ের গান..
পঁচিশ হাজার তিনশ এগারো থেকে,
সতের কোটি হয়ে যায় -
ওরা এগারো জন..।
ঘুম ভেঙ্গে দিয়ে যায়,
আনন্দ আভার পরশে;
মৃদু আলো হাসির সুর..
অনেক দেরি হয়ে যাওয়া,
সন্ধ্যার রাস্তায়..
বিকেলের নরম আলোর পথে,
হঠাত্ মেঘলা মনের ছায়া..।
দিনের আলো নিভতেই,
মেঘেদের হাঁতছানি..
কত্ত কত দিনের শেষে,
পাগলা হাওয়া -
আবারো এলোমেলো চুল..।
জানলার কাঁচে,
উড়ে যাওয়া পর্দার গায়ে জল;
ভালবাসা মেঘকণা..
মেঘবালিকাকে,
না বলা কথার উত্তর -
মেঘের চিঠি..।
ধোঁয়া উড়া কফি টেবিল জুড়ে -
স্মৃতির রাজ্যপাট,
কাছের দুরের যত প্রিয়মুখ;
প্রিয়ক্ষণ..।
মনের আকাশ বোঝাই,
ফেলে আসা দিনের গান;
সকরুন প্রিয় সুর..
তখন নেমেছে আঁধার,
ভালবাসায়..বৃষ্টিতে..।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন