তুমি আমার কেউ নও
তার পরেও ছিলে দিবা নিশি জরিয়ে ।
এক পশলা বৃষ্টি দিয়ে
চলে গেলে
অনেক দূরে ।
তুমি আমার কেউ নও
তার পরও এক বেলা খাওয়া আর দাওয়া
রেখে দেই তোমার জন্য ।
তোমার চোখ পরে না কিছুতেই
কেবল তুমি ছুটে চলো উদ্ভ্রান্তের
ঊর্ধ্ব নিশ্বাসে বিরামহীন গতির
সাথে মিশে ।
তার পরও ___এ নীরব আত্মার সমর্থন থাকে
তোমাকে জুরে ,
কারন আমার আত্মার গভীরে
তোমার বসবাস ।
তুমি আমার কেউ নও
তার পরেও,
একবারও কি স্থিরতা বয়ে দিতে পার না __
এ আমার ই অন্তরে !!
পাহাড় যত উপরে অবস্থান করে
ততটাই মানুষ উপরে উঠতে চায় ,
ঐ আকাশ টাকে আরও কাছে
পেতে ।
মানুষ কি তা পায় ?
তার পরও মনের গভীরে লালিত করে
যে বাসনা ।
তাহলো আকাশ ছোঁয়ার তীব্রতা
!
তেমনি তোমার প্রতি রয়েছে
আমার তীব্রতা আকর্ষণ !
তুমি আমার কেউ নও
কেবল এক জটিল সম্পর্ক ।
তুমি আমার কেউ নও
তার পরেও ,
রক্তের বন্ধন আর সম্পর্কহীন জোয়ারে এসে
আমার বুকে ভাললাগা আর ভালবাসার ঢেউ তুলে
জোয়ার –ভাটার সাথে মিশিয়ে নাও নিজেকে ,
তাই তুমি আমার কেউ নও
।।
কেবল ভালবাসি তোমায় !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন