তীর্থ কাক
আলোর বিপরীত কোনায় ফুটেছিল আঁধার
পরিমাপক ছিলনা রাখালের
হাত, টলেছিল
একটু মোহে গড়ে নিয়েছে, গোটা অমাবস্যা
চিকন টুকরো সৌখিন জানালায়
মুখ খুলি
ভেসে এসেছে মরুর বালুময়
চুম্বনের আদর।
অন্ধকার রেখাটা ক্রমেই
ঘিরে ধরছে চাটাই
যেখানে শুয়ে আছে মৃতু'র টোল গালে হাসি
কিছুক্ষণ মিলিয়ে মিশিয়ে
অধীর বেতার সন্তান
কানের আশে পাশে ফিস
করে বলে-
দেখেছো? আঁধার কেটে দিয়েছি তোমায় মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন