এই মুহুর্তে ট্রেনে আছি,
চট্টগ্রাম ফিরছি।
আমি আর আমার চার বছরের
দোস্ত ছাড়া
সবাই মোটামোটি ঝিমোচ্ছে,
চকলেট দিয়ে দোস্তির
শুরুর পর
আমার চারবছরের দোস্ত
ইতিমধ্যে
বেশ কবার তার চিপস্
আর চকলেট প্যাকেটে আমাকেও ভাগ দিতে চেয়েছে,
এখন দোস্তের কাছে গল্প
শুনছি
দুই চাঁদের গল্প
একটা তাদের বাসার আকাশে
থাকে
আরেকটা
দোস্তের সাথে সাথে তার
বড়ফুপির বাসা থেকে মুনিয়া আন্টির বাসা পর্যন্ত
সবজায়গায় ঘুরে বেড়ায়!
কপালের লাল টিপ অধিকার
করে
ঠোঁট উল্টে উল্টে গল্প
বলে যাচ্ছে
বলে যাচ্ছে.....
দোস্তের নাম জানিনা
তবে কেন জানি রবিঠাকুরের
কাবুলিওয়ালার
মিনি চরিত্রের কথা খুব
মনে পড়ছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন