[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

মনের আয়নায় দেখা



মনের আয়নায় দেখা
হাসনাত রিদুয়ান |নভেম্বর ১৪, ২০১১

মনের মাঝে সদায় যে বসত করে
আমি মনে রাখিব কেমনে তারে ?
আশার বাণী যে শোনায় নিরাশার মাঝে
বাঁধিব অন্তর মম তার তরে-চিরতরে !

দু’চোখের অলখে যাক সে সুদূরে একা
চোখ বুজে মনের আয়নায় করব দেখা !
নীরবে দ্বৈত সত্ত্বার সনে হবো মুখোমুখি
বিরহী অন্তরে জ্বালিব বেদনার দীপ-শিখা।

মনের মাঝে সদায় যে বসত করে
আমি মনে রাখিব কেমনে তারে?
চোখের কোণেও না পারি রাখিতে
অশ্রু হয়ে সে যায় যে নীরবে ঝরে !

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

বলে যাও-ভালবাসি...

লে যাও-ভালবাসি

 এসো,এসো আমার কাছে-একটু সময় নাও,
শান্ত হয়ে বোস , দম ফেলবার সময়টুকু নাও
এবার ভাল করে বলে যাও – ভালবাসি।
আদর করে বলে যাও – ভালবাসি।
বারবার ভাল করে বলে যাও – ভালবাসি।
দিন পুরোবার আগ পর্যন্ত বলে যাও – ভালবাসি।
বলতে থাক অজস্রবার -
যতক্ষণ না আমার,
এ দেহে কামনার আঘাত পড়ে-
বাসনার পাত্রগুলো যায় দুমড়ে মুচড়ে,
তোমার স্বপ্ন সপ্তমে চড়ে !
আমার আবেগ,সুখগুলো ওঠে আলোড়ন করে
ততক্ষণ বলতে থাক-ভালবাসি,ভালবাসি-ভালবাসি !!

বলে যাও – ভালবাসি,
যতক্ষণ না বলতে হয় – আজ আসি।
বল উদার মনে, তোমার বিহনে-
আমি নেই আমাতে। বল এই ক্ষণে
ঝড়-বন্যায়, কী তপ্ত খরায় -
সোনালী দিনে আর রাত্রির ছায়ায়,
সব কাজের ভীড়ে – একান্ত অবসরে
জ্ঞানে – অজ্ঞানে অনিদ্রার ঘোরে
বল বল চিৎকার করে, ভালবাসি-
তোমায় খু-উ-ব ভালবাসি।
সবাইকে বলে যাও,“ভালবাসি”-
এ শব্দটা আজ ও আগামীর।
যত বাঁশী বাজে-সব যে একই সুর সাঁধে।
বল – আমি চাই শুধু তোমাকে ,
সব কিছু বাদে। আর সবকিছু চরম ম্লান
মূঢ় অর্বাচীন একেবারেই মূল্যহীন।
সেই শব্দ বারবার উচ্চারণ করো।
আমার কানে মধু ঢালো,বেদনা দূর করো ;
আর শুধু বলে যাও- ভালবাসি।
তোমায় নিয়ে স্বপ্ন রাশি রাশি!
আমায় মুগ্ধ করো আর বলে যাও- ভালবাসি!
আমায় ভরিয়ে দাও,কৃপা করো, বলে যাও- ভালবাসি!!

একটি কবিতা লিখবো বলে !

টি কবিতা লিখবো বলে
হাসনাত রিদুয়ান | অগাষ্ট ১০, ২০১১

কত রাত পার হয়েছে বিনিদ্র !
কিছু লিখব বলে, কবিতার খাতায়
বারেবারে কলমের আচড়, কাগজে
অর্থহীন আকিবুকি ; নির্মম উত্তেজনার খেলা,
অতঃপর একরাশ গ্লানি,
ব্যর্থতায় চুল ছেড়ার দশা ;
টেনে হিচড়ে বের করার চেষ্টা
নিজের ঠুনকো আবেগের থলি
শুধু একটি কবিতা লিখবো বলে ।
হয়নি কিছুই পাওয়া । আশা কফিনে
বারেবারে হয়েছে পেরেক ঠোকা ।
জানে শুধু অর্ন্তযামী ; বিফল বিরহে
দু:সহ বেদনা দহনে, পুড়ে পুড়ে খাক
অন্তর আত্মা আমার । তবু কবিতার
পাই নি কো দেখা । কি দেইনি তোমায়
কবিতা ?? বলতে পারো ??
আমার সত্যিকারের প্রেম, নিভৃত
ভালবাসা, উজাড় করে দিয়েছি
শুধু তোমায় দেখবো বলে ।
আমার জীবন যৌবন, সব টুকু
তোমাতে করেছি সমর্পন
তবু নিষ্ঠুর তুমি দাওনি সাড়া !
দিয়েছ শুধু একবুক কষ্ট, নিরাশার
আধার গ্রাস করেছে আমায়
নিস্তব্ধ সন্ধ্যার মত । ভালবাসি তোমায়
এখনো আগেরি মতন, তবে
এখন আমি মৃতদের দলে ।
তোমায় আর চাই না দেখতে তাই,
নিজের মতন করে । কবিতার সুবাস
আর জাগায় না আমার হারানো
কামনা দীপ্তি । গানের সুর
এখন অর্থহীন কথার বন্যা ।
তুমি আর অনন্যা নও হে কবিতা ।

বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১১

আসবে কি মোর মনের ঘরে...

আসবে কি মোর মনের ঘরে...
আজো আমি তাকিয়ে থাকি
অধরা সেই চাঁদের পানে,
আজো খুঁজি তোমায় আমি
দীঘির পাড়ে সিঁড়ির ধাপে।
পূর্নিমাও যে আঁধার ছিলো
সেদিন তোমার মুখের কাছে,
সেই তো আমি পাগল হলাম
আজও পাগল তোমার তরে।
দীঘি আছে, সিঁড়ি আছে
চাঁদের আলো যায় ছড়িয়ে,
তুমিই শুধু নাই হেথা আজ
হারিয়ে গেছো কোন সুদূরে।
কষ্টে বোনা কথার মালা
ঢেউ তুলে যায় শান্ত জলে,
আসবে কি আর এই কুটীরে
আসবে কি মোর মনের ঘরে………….!!!

স্রোতস্বিনীর ছলনা ...

স্রোতস্বিনীর ছলনা

হাসনাত | নভেম্বর ১০, ২০১১
Walking_on_A_Dream_by_Bluefairy_16
হেমন্ত বিকেলে স্বতঃস্ফূর্ত স্রোতস্বীনী
নরম কুয়াশায় ঘেরা গৌধুলী আকাশ
কোমল পায়ে হেটে যাচ্ছি আমি
বালুচরের নোনা গন্ধে মিশে যাচ্ছি;

মেরুদন্ডের রেখা বেয়ে উঠে আসে
মধুময় অনুভূতি,আর তোমার চিরচেনা স্পর্শ
শীতল শিশির বর্ষনের মত পবিত্র চুম্বন।

পূর্নিমার সব টূকু আবেদন জমেছে আকাশে
প্রকৃতির সবকিছুই যেন তোমার প্রতিচ্ছবি
আমার কবিতার এক একটি শব্দের মত
ভেসে যাচ্ছে স্রোতস্বীনীর সোনালী ছলনায়
বিশ্বাসের নিগূঢ় প্রেমে আমার সমস্ত কামনা
পড়ে গেছে তোমার রূপের মৃন্ময় আগুনে।