কত রাত পার হয়েছে বিনিদ্র ! কিছু লিখব বলে, কবিতার খাতায় বারেবারে কলমের আচড়, কাগজে অর্থহীন আকিবুকি ; নির্মম উত্তেজনার খেলা, অতঃপর একরাশ গ্লানি, ব্যর্থতায় চুল ছেড়ার দশা ; টেনে হিচড়ে বের করার চেষ্টা নিজের ঠুনকো আবেগের থলি শুধু একটি কবিতা লিখবো বলে । হয়নি কিছুই পাওয়া । আশা কফিনে বারেবারে হয়েছে পেরেক ঠোকা । জানে শুধু অর্ন্তযামী ; বিফল বিরহে দু:সহ বেদনা দহনে, পুড়ে পুড়ে খাক অন্তর আত্মা আমার । তবু কবিতার পাই নি কো দেখা । কি দেইনি তোমায় কবিতা ?? বলতে পারো ?? আমার সত্যিকারের প্রেম, নিভৃত ভালবাসা, উজাড় করে দিয়েছি শুধু তোমায় দেখবো বলে । আমার জীবন যৌবন, সব টুকু তোমাতে করেছি সমর্পন তবু নিষ্ঠুর তুমি দাওনি সাড়া ! দিয়েছ শুধু একবুক কষ্ট, নিরাশার আধার গ্রাস করেছে আমায় নিস্তব্ধ সন্ধ্যার মত । ভালবাসি তোমায় এখনো আগেরি মতন, তবে এখন আমি মৃতদের দলে । তোমায় আর চাই না দেখতে তাই, নিজের মতন করে । কবিতার সুবাস আর জাগায় না আমার হারানো কামনা দীপ্তি । গানের সুর এখন অর্থহীন কথার বন্যা । তুমি আর অনন্যা নও হে কবিতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন