Δছুটে যাই নষ্টলোক
দুলিয়ে দুলিয়ে কোমল নিতম্বদ্বয়
খেলা করে কীযে দেহের ভূভাগ–
উথাল-পাথাল যেনো ঢেউয়ের নাচন!
তুমি কি বুঝতে পারো বা দেখতে পাও
কী নাছোড় তোমার অদৃশ্য চূম্বক?
কেমনে বিদ্ধ করে আমার হৃদয়-শরীর
বড়শীবিদ্ধ হয় যেমন দুরন্ত মাছ;
হায়, কী করেই বা দেখবে আবেশীয় চোখ!
কিংবা টিভি-সিনেমার পর্দায় নাচো গাও
তখনো কি ভাবো, তোমার দেহের নাচন–
জাগায় মনের ভেতর অবাধ্য জোয়ার
মধুর আকর্ষণে কাজ ভুলে মাতাল আমি
মন্ত্রমুগ্ধের মতোন ছুটে যাই নষ্টলোক!
ষোড়ষী কিংবা শিশুও কি তখন আর
অভয়ারণ্যেও থাকে নির্ভয়-নিরাপদ?
আমি না হয় মদমত্ত বেভুল, হোক সাজা হোক
কিন্ত সাকী হে, সাজা কি হয় কখনো তোমার!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন