আমি যেন কার আশায় পথ চেয়ে থাকি ।
যে আর ফিরবেনা চেনা সেই পথ ধরে ।
আমার ভালোবাসা লুট হয়ে গ্যাছে কোন এক শ্রাবনের রাতে ।
সেই রাতের ক্ষত চিহ্ন বয়ে বেড়াই আমি আজীবন ।
এ দায় থেকে আমার মুক্তি নাই ।
আসলে এ তো আমার দায় নয় ।
এ আমার স্বরচিত বিষাদ সিন্ধু ।
মানুষ কতো সহজেই সবকিছু ভুলে ভালো থাকতে জানে ।
নতুন করে সব গরে নিতে পারে ।
আমি এ সহজ পথে হাটি না ।
কারন এ আমার নিয়তি ।
ভালোবেসে যে কষ্ট না পেয়েছে, না কেঁদেছে
সে কোনদিন বুঝবেনা ভালোবাসা মানে কি,
সত্যিকার ভালোবাসা আসে কষ্টের হাত ধরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন