।। কিন্তু হায় তুমি কোথায় ।।
হাসনাত
তোমাকে দেখব বলে আমি দেখি আকাশ মহাকাশ
আর তার বিচিত্র নক্ষত্র মন্ডল নীল অন্ধকার আলোয়
আবৃত কৃষ্ঞ উপত্যকা হাজারো বিশ্ব ব্রহ্মান্ড
হাজারো আলোকের বিচ্ছুরণ
ফিরে দেখি আমার প্রাণ প্রিয়তম সবুজ পৃথিবী
বৃক্ষ গুল্ম লতা বনভূমি সুগভীর
মেঘ বৃষ্টি দিন ও রাত্রির শিশির
প্রমত্তা মেঘনা ও আমাজনের ঘোলাজল
সমুদ্রের বিশাল জলরাশি নোনাজল আর তার জল ভাঙ্গা
বিশাল ঢেউ জলস্রোতে জনসমুদ্র সুবিস্তৃত
পাহাড়ী বন পাহাড়ী ঝর্ণা উপত্যকা নদ নদী
হিমালয় চাদ দিন ও রাত্রির সঙ্গম
কালবৈশাখী সুনামি ও মহাপ্লাবন এলোনিনোর তান্ডব
জন্ম ও মৃত্যুর দ্যোতনা আলোকিত দিগন্ত দিক চক্রবাল রেখা
তোমার কণ্ঠস্বর শুনার জন্য আমি উদগ্রীব হয়ে শুনি এখনও
বিগ ব্যাঙ্গ- এর গুম গুম শব্দ নিসর্গের হাজারো কোলাহল
প্রকৃতির যানজট হুইশেল পাখ পাখালীর গান
ধেয়ে আসা সুতীব্র ঝড়ের ঝাপটা
সমুদ্র মহাসমুদ্রের শব্দ শাম্বত শো শো গর্জন ও তার ঘূর্ণিবায়ু
তোমার ভালবাসা ও স্পর্শের জন্য সেই কবে থেকে আমি
অপেক্ষায় আছি থিতু হয়ে
আমাকে স্পর্শ করে রোদ বৃষ্টি জ্যোত্স্না আর তার
জল ভরা ভারী বাতাস পরম মমতায় ভালবাসায়
হিম শীতল তরঙ্গ আর তার উষ্ঞ উত্তাপ
সময় হলেই আমি আমার সুযোগমত নিসর্গ ও প্রকৃতিকে
ব্যবচ্ছেদ করি ছুটে যাই সমুদ্রে মহাসমুদ্রে আফ্রিকার তুষারাবৃত মালভূমে
আকাশযানে ভর করে আকাশ মহাকাশে যাই কাল মহাকালে
বর্তমান ভবিষ্যত্ ও অতীতের ঠিকানায় কথা বলি
কিন্তু হায় তুমি কোথায় ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন