[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ১২ জুন, ২০১২

সুপ্ত আক্ষেপ



সুপ্ত আক্ষেপ
গতকাল দক্ষিনের ঘরটি আবার
খুলে দিলাম, যে ঘরটিতে আগে
থাকতে তুমি।এখন থাকবে আমার
মেয়ে রিমলীর কুকুর। রিমলীর
আবদার ফেলি কি করে বল, শত
হলেও একমাত্র মেয়ে তার উপর
কুকুরটি জার্মান শেফার্ড, প্রভাতে
ঘুম থেকে উঠে বারান্দায় হাটাহাটি
করা আমার অনেক পুরনো অভ্যাস-
তাতো তুমি ভালো করেই জানো।
হটাৎ তোমার রুমের দিকে চোখ
পরায় এগিয়ে দেখি তোমার কাঠের
পালঙ্কে ঘুমাচ্ছে রিমলীর কুকুরটি।
আসলেই জগতে কোন কিছু শুন্য
থাকে না, কখনো ভাবি নি তোমার
খাটে অন্য কেউ ঘুমাবে, এখন
দেখি অন্য কেউ নয় ঘুমাচ্ছে কুকুর।
অতঃপর সে দখল করে নিলো তোমার
খুব প্রিয় আরাম কেদারাটা।এভাবেই
একে একে সে নিয়ে নিলো তোমার
ভাত খাবার বাসন কোশন যা যা
নিত্য প্রয়োজনীয় আছে সব কিছু।
এসব দেখে আমি হতবাক হয়ে যাই
মাত্র দু দিনেই তাকে সবাই এভাবে
আপন করে নিল, সে যেন এ
পরিবারের ই একজন গুরুত্বপুর্ন সদস্য
তোমার চেয়েও একটি কুকুরের সম্মান
এতো বেশি, সত্যি অবাক হই আমি।
বারবার একটি কথা তোমার বউ মাকে
জিজ্ঞাস করতে গিয়ে ফিরে আসি সামাজিক
অশান্তির কথা ভেবে কিংবা মেয়েকে
জিজ্ঞাস করি নি ওর মনে আঘাত
হবে বলে, কথাটি হলো তোমার জন্যে
কেন বৃদ্ধাশ্রম নামের অদ্ভুত আয়োজন।

কোন মন্তব্য নেই: