[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ১১ জুন, ২০১২

নষ্ট সময়




নষ্ট সময়

ভাবছি তোমাকে নিয়ে আর লিখব না
অনেক লিখেছি কাজের কাজ কিছুই হয় নি,
লিখতে লিখতে কলমের পানি শুকিয়ে গিয়ে
খাতার মাঝে বনভূমির সৃষ্টি করেছি, কিন্তু
ফলাফলের খাতায় যোগফল শুন্যই আছে।

ভেবেছিলাম আমার লেখা গুলো পড়ে তুমি
নিজেকে শুধরে নিবে আর মনের মরুভূমিকে
ভিজিয়ে নিবে অমৃত সুধা দিয়ে।তুমি তা
কখনোই করো নি।তোমার মরুভূমিতে
কখনো ফুটেনি মানবতা নামের ফুলটি,
কখোন সুবাস ছড়ায় নি আত্মসমালোচনা
নামক মৌমাছিটি।যতবারই তোমায় কাছে
ডেকেছি ততবারই তোমার স্বৈরাচারী
আচরনের স্বীকার হয়েছি।তুমি ঠিক পঁচে
যাওয়া সমাজ ব্যবস্থার এক করুণ প্রতিচ্ছবি,

যেখানে রাজনৈতিক দোলা চালে অতীষ্ট
মানবতার হৃদয়। তোমাকে নিয়ে আর
কখোনই লিখব না, তুমি হলে পঁচে যাওয়া
সমাজ ব্যবস্থার মতো আমার জীবন থেকে
হারিয়ে যাওয়া অদ্ভুত কিছু মূহুর্ত, যা আমি
কখনো মনে রাখব না,রাখতে চাইও না আর।

কোন মন্তব্য নেই: